এবার যেই ৯ লাখ এইচএসসি পাশ করেছেন, তাদের মাঝ থেকে ব্যুরোক্রটদের ছেলেমেয়েরা, আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা, অন্য রাজনৈতিক নেতাদের ছেলেমেয়েরা, প্রশাসনের উচ্চ-পদের লোকদের ছেলেমেয়েরা ও ধনীদের ছেলেমেরা যেখানে ইচ্ছে সেখানে ভর্তি হবে; বাকীদের যেতে হবে অমানুষিক প্রতিযোগীতার মাঝ দিয়ে।
১ লাখের মতো ছাত্র ছাত্রী কিছুটা নিজের পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হতে পারবে; এদের মাঝেও অনেকেই ১০/২০ লাখের কাছাকাছি ভর্তি ফি দিয়ে ভর্তি হবে; পরিবারের উপর চাপ অনুভব করবে ১ লাখের মাঝে ৫০/৬০ হাজার।
বাকী ৮ লাখের মাঝে যারা দেশে পড়বে, তাদের কেহই নিজের সাবজেক্ট নিয়ে খুশী হতে পারবে না; এদের বিরাট অংশ টাকার জন্য ইচ্ছা মতো প্রাইভেটেও ইচ্ছা মতো ভর্তি হতে পারবে না; কিছু অংশ ২/১ বছরের মাঝে বিদেশ চলে যাবে; তাদের কিছু অংশ ড্রপ-আউট হয়ে যাবে।
ভর্তির এই কস্ট, সাবজেক্ট না পাওয়া, ধনীদের ও ক্ষমতাশীলদের ছেলেমেয়েদের সুযোগ, ৭/৮ লাখের মনে কস্ট দেবে; এরা কখনো দেশ বা জাতিকে নিয়ে ভাববে না, দেশে ও জাতির জন্য দয়া মায়া থাকার কোন কারণ থাকার কথা নয়, দেশ তাদের জন্য তেমন কিছু করেনি; ওরা পরিবার ও নিজ চেস্টায় নিজের অবস্হানে যাবে।
বর্তমান অবস্হা চলতে থাকলে, এরা যখন ৫/৬ বছর পর বেরিয়ে আসবে, এদের বড় অংশ বেকার থাকবে, বা মনোমত চাকুরী পাবে না; জীবনের এই বড় ধরণের অসম প্রতিযোগীতা তাদেরকে দুস্ট প্রফেশানেলে পরিণত করবে।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮