মেজর জিয়া ২ সেক্টর(১ ও ১১ নং) প্রধান হিসেবে যুদ্ধ করেছেন; তদুপরি উনার নিজের নামেও একটা বাহিনী ছিল, "জেড-ফোর্স", ফ্রন্ট-ফাইটার্স; অসাধারণ সৈনিক; স্বাধীনতাযুদ্ধে ভলনটিয়ার মুক্তি বাহিনীতে এ ধরণের যোদ্ধারই দরকার ছিলো। উনি মেজর থেকে জেনারেল হলেন; ওখানেই থামার দরকার ছিল; কিনতু তিনি নিজের ভুলে হোক, বা সিআইএ'র টার্গেট হয়ে যে মহা ভুল করেছেন, তাতে আমাদের পুরো স্বাধীনতার মুল্যা এখন "এক পয়সা"ও নেই। উনার কারণে, আমরা পাকিস্তানী বিহীন পাকিস্তানী প্রশাসনে বাস করছি; রাজাকার পর্যন্ত আমাদের দেশ চালায়েছে। যেই বেগম জিয়া পাকী মিলিটারীকে মুক্তিযোদ্ধাদের থেকে বেশী পছন্দ করতেন, সেই বেগম জিয়া ২৩ বছর দেশ চালায়েছেন, বিলিওনিয়ার হয়েছেন ফালুর সাথে মিলে।
উনি লোভের থেকে, বা সিআইএ'র টার্গেট হয়ে জাতির এত দামী স্বাধীনতাকে আবার পাকিস্তানী মনোভাবে লোকজনদের হাতে তুলে দিলেন; কেন ২২ হাজার মুক্তিযোদ্ধা প্রাণ দিলেন, কেন ৩ মিলিয়ন মানুষ প্রাণ দিলেন, কেন ২ লাখ নারী বেইজ্ঝত হলেন? মানুষ কিছুই পেলো না, আদমজী, ইস্পাহানী, দাউদ, বাওয়ানীর বদলে এলো মেজর মান্নান, বসুন্ধরা, সালমান রহমান, ওরিয়ন, শাহ আলম, কর্ণেল ফারুক, শেখ সেলিম, ফালু, লালু মিলিয়ে ৫০ হাজার!
আমরা যারা শেখ সাহেবের পেছনে দৌড়ায়েছিলাম একটু ভালো থাকার জন্য, তারা এখন আরবের মরুভুমিতে, মালয়েশিয়ার জংগলে, ভুমধ্য সাগরের নৌকায়, কর্ণকুলির ট্রলারে মালয়েশিয়া যাচ্ছি। আমাদের ছেলেপেলেরা বাবার বসত ভিটা বিক্রয় করে কুয়েত যাচ্ছে, আর এস আলম ৪ বিলিয়ন দিয়ে বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে! আমরা ১ লাখ টাকা বালিশের নীচে নিচে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছি, আর ভারতীয়, চীনারা এসে আমাদের দেশে টাকা বিনিয়োগ করে ডলার আয় করছে; মুক্তিযোদ্ধা ৬৫ বছর বয়সে রিক্সা চালায়, আজ রাজাকারেরা ব্যাংকের শেয়ারের পয়সায় দুবাইতে ঈদ করে! হায়রে মেজর জিয়া!
মেজর জিয়া যুদ্ধ করলো বাংলাদেশের জন্য, তাকে "স্বাধীনতার পদক" দেয় রাজাকার মন্ত্রীরা! ধুর ফেলে দেয় সেই পদক; পদক অপমানিত হয়েছে। লোকটা শান্তি পেলো না, মুক্তিযোদ্ধারা মেরেই ফেললো।
দেশের সবচেয়ে দামী হচ্ছে আমাদের পার্লামেন্ট ভবন, ২০০ একরের উপর এই পারলামেন্ট ভবন, এখানকার জমির দাম নিউইয়র্ক থেকে ১০ গুণ বেশী; যেই জমিনের তিন ভাগের একভাগকে কবরস্হান বানায়েছে দুস্টরা; বাংলাদেশ বিরোধীরা আমাদের পার্লামেন্ট ভবনে খেয়ে দেয়ে পায়খানা করে গেছে, বাকী অংশকে জবরস্হান বানায়েছে। ধুর
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৬