২৫'শে মার্চ রাতে ঢাকা নগরীতে পাকী জল্লাদেরা ভয়ংকর হত্যাকান্ড চালিয়ে শহরটাকে দখল করে নিয়েছিল; চট্টগ্রামে হত্যাকান্ড চালালেও শহরের দখল তারা নিতে পারেনি; পাকী বাহিনী কোন গ্রাম আক্রমণ করেনি সেই রাতে কিংবা তার এক মাসের ভেতর; তাদের কাছে পরিমাণের বেশী অস্ত্র ছিল, কিন্তু তাদের কাছে সেই পরিমাণ 'জনবল ছিলো না', থাকলে শহরের কাছাকাছি গ্রাম বা শিল্প এলাকা তারা আক্রমণ করতো।
কিন্তু পরবর্তী ৭/৮ মাসে তারা দেশের শতশত গ্রাম আক্রমণ করে হাজার হাজার মানুষকে হত্যা করে; বাড়ীঘর, বাজার, ও ব্যবসা পুড়িয়ে দেয়, নারীদের উপর নির্যাতন চালায়; 'এই প্রয়োজনীয় জনবল কিভাবে যোগাড় হলো? এরা কারা, ভয়াবহ হত্যাকারী পাকী বাহির সাথে কিভাবে এরা যুক্ত হলো?'
জামাতে ইসলাম এই প্রয়োজনীয় ৫৫ হাজার জনবলের ব্যবস্হা করে; তারা তাদের দলের তরুণদের, ইসলামী ছাত্র সংঘের সদস্যদের এই হ্ত্যাকান্ডে প্রাথমিক শক্তি হিসেবে নিয়োগ দেয়; এ ছাড়া তারা এলাকার চোর-ডাকাত ও মানসিক সমস্যায় থাকা যুবকদের চাকুরী ও লুটতরাজের সুযোগ দেয়ার কথা বলে পাকীদের হাতে তুলে দেয়।
যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় সৈন্য পাকী বাহিনীর ছিল; তাদের দরকার ছিল জাতীকে মানসিকভাবে পরাজিত করার জন্য 'হত্যাকারী, ধর্ষণকারী, আগুন লাগানোর মতো বিকলাংগ মানসিকতার জানোয়ার জল্লাদ বাহিনী'; তারা রাজারকার ও আল বদর নামে ২ জল্লাদ বাহিনী গঠন করে জামাতী জানোয়ার বাহিনী থেকে।
জামাতের ৭৬ বছরের রাজনীতি হচ্ছে, হত্যাকান্ড ঘটানো, এবং বিচারে ফাঁসী; ১৯৫৩ সালে লাহোরে আহমেদিয়া হতয়াকান্ডের জন্য জামাতের আমির মওদুদীর ফাঁসী হয়; কিন্তু সৌদী বাদশাহ পাকিস্তানকে ডলার দিয়ে মওদুদীকে ফাঁসী থেকে রক্ষা করে। শেখ হাসিনা ২০০৯ সালে যখন রাজাকারদের বিচার চায়, অনেকে তা বিশ্বাস করেনি; আজ তারা চোখে দেখলো।
শেখ হাসিনার পক্ষে বিচার করা সম্ভব হয়েছে, কারণ মানুষ উনাকে সাপোর্ট করেছে; খালেদা জিয়া, তারেক জিয়া, ড: এমাজুদ্দিন, মির্জা ফখরুলদের সকল চেস্টাকে পদদলিত করে এ দেশের মানুষ বিচারকে সমুন্নত রেখেছে; সঠিক ও নিরপেক্ষ বিচার পেয়েছে বিকলাংগ মনের জল্লাদেরা।
একটা বিচার সম্পুর্ণ হয়নি, সেটা হলো রাজাকার সায়েদীর; এই বিচারটা আবার কোর্টে আনা দরকার; জামাতী ও খালেদা জিয়ারা এখন মৃত নেকড়ে, ওদেরকে গণনায় না এনে, শেখ হাসিনা মানুষের সাপোর্টকে কাজে লাগিয়ে রাজাকার সায়েদীকে সঠিভাবে আবারো বিচার করতে পারে সহজেই।
জাতিকে ধন্যবাদ, জল্লাদদের বিচারে শেখ হাসিনাকে সাপোর্ট করার জন্য।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭