গত এক ঘন্টা ব্লগে আছি, পড়ছি, কমেন্ট করছি; পোস্টের "বাকীটুকু পড়ুন"এ ক্লিক করার আগে যেটুকু দেখা যায়, সেটুকু পড়ে মনস্হির করি "বাকীটুকু পড়বো কিনা"। যদি ক্লিক করি, আমি আপনার পোস্ট পড়ে দেখবো, এবং কমেন্ট অবশ্যই করবো; আমি আমার পড়ার সময়টুকুকে সন্মান করতে চাই।
আমার আগে যারা কোন পোস্ট ৪৫ বার কিংবা ৬৯ বার পড়েছেন, ক্লিক করেছেন, তারা কেন কমেন্ট করেননি? এরা পড়ে কি কিছুই বুঝেন না? নাকি এরা কয়েকবার পড়ে বুঝতে পারেন, তখন কমেন্ট করেন?
আজকের দিনটা ভালো, যেই কয়টা পোস্টে কমেন্ট করেছি, প্রায় প্রতিটিতে লেখক উত্তর দিয়েছেন, ভালো লাগলো! আমি ভয়ংকর অপছন্দ করি ১ কমেন্ট পাওয়া পোস্টগুলোকে; যদি কোন পোস্টে মাত্র ১টা কমেন্ট অনেকক্ষণ দেখেন, এবং সেই কমেন্টের উত্তর না দেখেন, সেটা অনেক সময় আমার কমেন্ট হওয়ার সম্ভাবনা; এসব লেখক পোস্ট দিয়ে কোথায় চলে যান কে জানে! এসব পোস্ট অনেকটা গরুর গোবরের মতো, গরু মাঠে ঘাস খেতে খেতে সামনের দিকে যেতে থাকে, আর পেছনে রেখে যায় পেট পরিস্কারের স্বাক্ষর, পেছনে তাকায় না।
কমেন্ট নিয়ে আমার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পেরেছি, এখন আমার কমেন্টগুলো কিছুটা পোষা পোষা ধরণের; ফলে, কমেন্ট করার পর, ব্যানের ভয়ে থাকতে হয় না তেমন, খারাপ না, ভালোই লাগছে! এরপরও সেদিন হঠাৎ দুই আধুনিক মেসাইয়া আমাকে কি সব ধর্মীয় উপাধি মুপাধি দিয়ে ছাড়লো; যাক, ভাগ্য ভালো যে, ব্লগের বেশ পরিচিত ভারী কয়েকজন ব্লগার আমার পক্ষে কথা বলায় মেসাইয়ারা থেমে গেছেন। এসব মেসাইয়ারা আবার দলে দলে চলেন, একটা আউ করলে বাকীগুলো চলে আসেন।
আপনি যদি পড়ার পর কমেন্ট করতে না পারেন, আপনি ব্লগার হতে পারবেন না সহজে; ব্লগে অনেক লেখা আসে দ্রুত আবার চলে যায়, একবার মিস করেছেন তো, পরে আর সুযোগ আসবে না সেই লেখায় কমেন্ট করার।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯