জেনারেল জিয়া রাজনীতিতে ছিলেন ৭ বছর, খালেদা জিয়া আছেন ৩২ বছর; জেনারেল জিয়া ছিলেন মাস্টার ডিগ্রিধারী, আর খালেদা জিয়া হলেন ১০ ক্লাশ পাশ, ফেল; জিয়া মরার সময় নাকি ছেঁড়া গেন্জী পরা ছিলেন, খালেদা জিয়ার কমপক্ষে সম্পদ হচ্ছে আমেরিকান ডলারে ১ বিলিয়ন ডলার।
হিলারী ক্লিনটন আইনবিদ হিসেবে ঘন্টায় সর্বাধিক পাবার কথা ২০০/৩০০ ডলার, যদি ক্লায়েন্টের সাথে কোর্টে যান; কিন্তু উনি এক ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান সাকসসে ৩০ মিনিট বক্তৃতা দিয়ে আয় করেছেন ৪০০ মিলিয়ন ডলার; হলিউডে ১ ঘন্টায় উনার নির্বাচনের জন্য চাঁদা উঠেছে ১৫ মিলিয়ন ডলার; ওবামা উনাকে বানায়েছিলেন ফরেন সেক্রেটারী, ফলাফল লিবিয়া এখন সন্ত্রাসের জন্মস্হান, সিরিয়া বলতে কিছু নেই, ইরাকের অবস্হা খারাপের দিকে গিয়েছে; উনি যখন সিনেটর ছিলেন, বুশ জুনিয়রকে আফগানিস্তান ও ইরাক আক্রমণের জন্য সিনেটে ভোট দিয়েছেন , প্রাইমারীতে কোন রাজ্যে ভোট হওয়ার আগেই উনি ৫০০ সুপার ডেলিগেট পকেটে নিয়ে বসে আছেন; উনাকে কেহ চিনতো না, উনি যা করেছেন, সব কিছুই উনার স্বামী প্রেসিডেন্ট ক্লিনটনের কারণে; খালেদা জিয়া যা করেছেন, জেনারেল জিয়ার কারণে।
হিলারী যদি প্রেসিডেন্ট হয়, খারাপ হবে না; খারাপ হবে না, এই জন্য যে, মানুষ উনাকে চেনেন, আগের রেকর্ড আছে, উনার ডোমেইন পরিচিত; কিন্তু উনাকে পরাজিত করে যদি ট্রাম্প চলে আসে, বিশ্ব চলে যাবে অনিশ্চয়তার দিকে, ভালোও হতে পারে, খারাপ হবার সম্ভাবনা বেশী, এবং খারাপ হলে ভয়ংকর খারাপ হবে; এবং হিলারী পরাজিত করা ট্রাম্পের জন্য বোধ হয় কেক খাওয়ার সমান কস্টকর হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৫১