[Link to Dr. Emajuddin's article
ড: এমাজুদ্দিন সাহেব মুক্তিযুদ্ধের উপর অনেক সুন্দর এক প্রবন্ধ লিখেছেন বিডি-নিউজ-২৪ এ, পড়ে দেখতে পারেন; আমি এখানে উনার বিপক্ষে লিখব। ১৯৭১ সালে, যাদের বয়স ছিল, যারা শিক্ষিত ছিলেন, কিন্তু যুদ্ধে যাননি, আজকে উনাদের আনুমানিক লেখার মুল্য এক পয়সাও আছে কিনা কে জানে? উনারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে উনাদের থামিয়ে দেয়াই হ্য়তো ভালো কাজ হবে। মুক্তিযুদ্ধের উপর লেখা, এক বিখ্যাত প্রফেসরের এক বই কিনতে আমি অনেকটা বাধ্য হয়েছিলাম একবার, উনার এক ছাত্রের অনুরোধে; আমি ঐ বইয়ের মলাট ছিঁড়ে আবর্জমার মাঝে ফেলে দিয়েছিলাম পরে।
যেখানে গ্রামের দিন মুজুর গেছেন যুদ্ধ করতে, দরিদ্র ঘরের ছাত্ররা গেছেন, কৃষক গেছেন, স্বল্প শিক্ষিত ইপিআর ও বেংগল রেজিমেন্টের সৈনিকেরা গেছেন, সেখানে একজন প্রফেসর, লেকচারার যায়নি যুদ্ধে; কিছু না দেখে, যোদ্ধাদের না দেখে উনারা আজ কি লিখছেন? আমার দেখা মুক্তিযুদ্ধের ৪টি হেডকোয়ার্টারে, কোন মাস্টার ডিগ্রিধারী বাংগালীকে আমি দেখিনি; কোন লেখককে আমি মুক্তিযোদ্ধাদের আশেপাশে দেখিনি; আজ কারা বই লেখে দোকান ভরায়ে ফেলছে?
যুদ্ধ চলাকালীন, ১ নং সেক্টরে ততকালীন সময়ের চট্রগ্রাম স্টিল মিলের এক সিকিউরিটি অফিসারের সাথে আমার দেখা হয়েছিল; উনাকে খুবই বিষন্ন দেখাছিল; কথা বলে জানতে পারলাম যে, উনার ৬ মেয়েসহ স্ত্রীকে স্টিল মিলের স্টাফ কোয়ার্টারে ফেলে যুদ্ধ করতে এসেছেন উনি; এখানে পোঁছার পর, উনি পরিবারের বিপদ অনুমান করে ভয় পেয়েছেন; উনি বেংগল রেজিমেন্টের রিটায়ার্ড হাবিলদার। আমি জানতাম যে, ১ নং সেক্টর হ্য়তো এই পরিবারের জন্য তেমন কিছু করতে পারবে না; আমি উনাকে বললাম আমাদের সাথে 'যেড-ফোর্সে' চলে আসতে' 'যেড-ফোর্স' তাদের সৈনিকদের পরিবারদের সম্ভবমতো নিরাপদ যায়গায় সরানোর চেস্টা করছিলো। উনার সাথে রাতে ট্রাকে 'যেড-ফোর্সের' হেড কোয়ার্টারে যাচ্ছিলাম, দেখছি উনার চোখের পানি পড়ছে; উনি বললেন, ৬টি মেয়ে কেমনে কোথায় যাবে? যাক, 'যেড-ফোর্স' ঠিক সময়ে উনার পরিবারকে নিরাপদ যায়গায় সরায়ে নিতে সক্ষম হয়েছিলেন।
এই হাবিলদার সাহেব ড: এমাজুদ্দিন থেকে বেশী বয়স্ক ছিলেন সেই সময়ে; হাবিলদার মোটামুটি লিখতে পারতেন না, তবুও আমাদের দরকারী ব্যাপারগুলো উনি লিখে রাখার চেস্টা করতেন; আমি জানি উনি সেই সময়ে যেই কয়টি লাইন লিখেছিলেন, আমার জন্য সেটাই ইতিহাস, সেটাই আর্টিকেল; ড: এমাজুদ্দিনের লেখা অপ্রয়োজনীয় ও কাগজ নস্ট করা ব্যতিত কিছুই নয়।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৩