শুরু করছি পাকিস্তান আমল থেকেই, আইয়ুব খান ক্ষমতায় এসেছিল ষড়যন্ত্র করে, নির্বাচিত সরকারকে বন্দুক দেখায়ে বিনা রক্তপাতে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলো; উনি শেখ সাহেবকে 'আগরতলা ষড়যন্ত্র' মামলায় জড়ায়ে বড় নেতা করে দেন। শেখ সাহেবকে পরিবার শুদ্ধ হত্যা করে জেনারেল জিয়া সাহেব ক্ষমতায় আসেন; এটাা ছিল বাংলাদেশের আমলে সবচেয়ে ভয়ানক ষড়যন্ত্র; উনি দল গঠন করতে চাইলেন আইয়ুবী মডেল অনুসরণ করে, ক্ষমতাসীনদের থেকে; সেটা কাজ করেনি; এবার উনি আরো বড় ষড়যন্ত্র করলেন, যারা বাংলাদেশ চাহেনি তাদের নিয়ে দল করলেন, বিএনপি।
ষড়যন্ত্র শুধু নতুন ষড়যন্ত্রের জন্ম দিলো, জেনারেল জিয়ার সেনাপতি এরশাদ সাহেব অপেক্ষা করছিলেন জিয়ার মৃত্যুর জন্য; মুক্তিযোদ্ধারা জিয়াকে সরাতে চাইলে, এরশাদ ক্ষেত্র প্রস্তুত করে দেয়।
ততক্ষণে মানুষ বিরক্ত হয়ে গেছে, ভালুকেরা ঘুম থেকে উঠে এরশাদকে সরালো; মিলিটারী দেখলো যে, তারা আর প্রত্যক্ষভাবে ক্ষমতায় থাকতে পারবে না; তারা নিয়ে এলো জেনারেল জিয়ার স্ত্রীকে। মিলিটারী মোটামুটি সবকিছু চালাচ্ছিল আও্য়ামী ও বিএনপির মাঝে ব্যালেন্চ করে; কিন্তু ২০০৪ সালে গ্রেনেড মেরে আওয়ামীদের মাঠ থেকে সরায়ে একা খেলতে চেয়েছিল বিএনপির তরুণ খেলোয়াড়েরা; সেটা সমস্যার স্বস্টি করেছে; সেখানে ফেল করার পর, মিলিটারীকে কন্ট্রোল করে ক্ষমতাকে ধরে রাখতে চাইলেন তারেক জিয়া, মিলিটারী উল্টে গেলো।
এখন আওয়ামী লীগ খেলছেন, উনারা মাঠে একা খেলতে চান, একা খেলতে হলে অনেক দিক রক্ষা করতে হয়, অনেক তেল পানি পোড়াতে হয়, সবার খোঁজ কবর রাখা সম্ভব হয় না; উনারা তাই করে চলেছেন। উনারা আর বেলতলে যেতে চান না, '৭৫ সাল থেকে এখন অনেক দক্ষ; উনারা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে করা অনেক বড় বড় ষড়যন্ত্র নস্যাৎ করছেন, কেহ কেহ সজীব ওয়াজেদ জয়কে হত্যা করার চেস্টা করেছে, সেটা থামায়েছে; মোসাদকে থামানো হয়েছে; দেখা যাক, আগামীতে কি আসে মাঠে! আমরা সবাই দর্শক, আমাদের আগের জেনারেশনের লাল-নীল সুতা বের হয়েছে, আমাডের সুতা বের হচ্ছে, উনারা খেলেই যাচ্ছেন!
মানুষ চাইলে, এই ধরণের সরকারের পাশাপাশি নিজেদের জন্য ভালো যায়গা করে নিতে পারবে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৫৫