গত মংগলবার রাতে, আমেরিকার ৫ রাজ্যের প্রাইমারী ভোটে, ৫ রাজ্যেই ট্রাম্প জয়ী হয়; ফলাফল, তাকে হয়তো আর ঠেকানো যাবে না, সে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান ক্যানডিডেট হয়ে যাবে; সেই রাত থেকে, ক্রমে রিপাবলোকান সিনেটর ও কংগ্রেসম্যানরা তার পক্ষে কথা বলা শুরু করেছে।
বুধবার সকালে, এক দালাল আফগানী আমেরিকান ট্রাম্পকে এক মিটিং এ ডাকে; সাংবাদিক ও কিছু রাজনীতিবিদের সামনে ট্রাম্প তার 'ফরেন পলিসি' ঘোষণা করে। ট্রাম্প বরাবরের মতো তার নিজের স্টাইল বজায় রেখে অনেক কথাই বলেছে; সব কথার মুলে ছিল, আমেরিকাই ১ নং থাকবে সবচিন্তায়, আমেরিকার নাগরিকের স্বার্থ রক্ষা হবে সব কাজে।
কিন্তু তার কথায় ভয়ানক কিছু কথা আছে, ১ নং হলো, ইরানের সাথে ওবামা সরকারের আনবিক চুক্তি বাতিল হবে ট্রাম্প ক্ষমতায় আসার প্রথমদিন। ওবামা ছুক্তি অনুসারে, ১০ বছর পর, ইরান ৩ টি আনবিক ডিম পাড়তে পারবে; ট্রাম্প বলছে, কোন অবস্হায়, শান্তি অশান্তি কোন কারণে ইরানকে আনবিক চুল্লী রাখতে দেয়া হবে না।
আসলে, ইরানের আনবিক বোমার দরকার নেই; কারণ, তাদের হাতে বোমা এলে, সৌদি আরব, ইসরায়েলের মানুষের উপর তারা বোমা ফেলতে পারে। ইরানীরা বেশ শিক্ষিত, কিন্তু তারা ইমোশানেল জাতি; তারা কখনো ভেবে কাজ করে না। ইলেক্ট্রিকের জন্য তাদের আনবিক চুল্লী ব্যবহারের অনুমতি আছে ওবামা সরকার থেকে; কিন্তু ট্রাম্প বলছে, ইরান কাউকে বিশ্বাস করে না, তারা আমেরিকাকে ঘৃণা করে; ফলে, তাদের বিশ্বাস করা অসম্ভব।
সে আরো কঠিন বাণী উচ্চারণ করেছে উত্তর কোরিয়াকে নিয়ে; সে বলেছে, উত্তর কোরিয়া শীঘ্রই কাঠ্বের চুলায় গাছের পাতা সিদ্ধ করে খাবে; আর ভেলাতে চড়ে মাছ ধরবে, কোন নৌকাও চালাতে দেয়া হবে না।
চীনকে নিয়ে বলেছে, চীনারা চীনা বুদ্ধি দিয়ে, এতদিন আমেরিকানদের ঠকায়েছে; সেই পথ বন্ধ হবে, ও দক্ষিণ চীন সাগর থেকে তাদের নেভীকে হোয়াংহো নদীতে নিয়ে যেতে হবে।
আরবের সিভিলওয়ারের লোকদের জন্য তার ভয়ানক প্ল্যান আছে বলেছে; সে বলেছে, এই ব্যাপারে কখন, কোথায় কি করা হবে, কিছুই প্রকাশ করা হবে না; শুধু সবার জানা জেনে থাকা ভালো যে, আজ যারা ওখানে এলাকা দখল করে রেখেছে, ওরা থাকবে না ওখানে।