ইসরায়েলের পার্লামেন্টের নাম, 'নেসেট' (Knesset), এতে ১২০ টি সিট আছে; এই দেশের লোক সংখ্যা এখন ৮ মিলিয়ন; মোটামুটি ৬ মিলিয়ন ইহুদী, ২ মিলিয়ন আরবী মুসলিম ও সামান্য খৃস্টান। নেসেটের সদস্যগণ ৪ বছরের জন্য নির্বাচিত হয়।
কেন এটি সবচয়ে শুদ্ধ নির্বাচন? এই দেশের ভোটারগণ কোন 'ক্যানডিডেট'কে ভোট দেন না, উনারা ভোট দেন পার্টিকে; সংগৃতিত ভোটের শতকারা যত ভাগ যেই পার্টি পায়, সেই পার্টি ভোটের সামানুপাতিক পার্লামেন্ট সদস্য নিয়োগ দেবেন; খুবই সোজা, কিন্তু ইহুদী মাথা ব্যতিত অন্য কারো মাথায় এই ভালো পদ্ধতি আসেনি।
ভোটের আগে সব পার্টিকে তাদের দলের সবচেয়ে জনপ্রিয় ক্যানডিডেটদের একটি লিস্ট জমা দিতে হয় ইলেকশন কমিটিতে, এবং ভোটারেরা সেই লিস্ট অনুসরণ করেন; লিস্টের ক্রমিক নম্বর সাজাতে হয় পার্টির অভ্যন্তরে ভোটাভুটি করে; ভোটের পর, পার্টি যেই কয়টি পদের মালিক হবে, লিস্টের প্রথম দিক থেকে নিযুক্তি দেয়া হবে।
কোন দলকে জয়ী হতে হলে, কমপক্ষে (একক বা কোয়ালিশনে) ৩.২৫% ভোট পেতে হয়, এটা ৪ সিটের সমান।
ভালো দিক হলো, এতে এলাকাভিত্তিক ভোট হয় না, পুরো দেশের মানুষদের ভোটে ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়; ড: কামাল হোসেনের যায়গায় হাজী সেলিম, পিন্টু বা শামীম ওসমান জয়ী হওয়ার সম্ভাবনা নেই; ভালো মানুষদের খুব ছোট পার্টি থাকলেও ভোট পাবেন; ৪৯% ভোট পেয়ে পরাজিত হবে না কোন পার্টি; কোন ভোটই বিফলে যায় না।
ইসরায়েলের বর্তমান নেসেটে দল ও তাদের সদস্য সংখ্যা:
১) লিকুদ (ডানপন্হী, নেসানেলিস্ট), ৩০
২) লেবার (বামপন্হী, জিওনিস্ট), ১৯
৩) জিওনিস্ট ইউনিয়ন ( মধপন্হী), ৫
৪) জয়েন্ট লিস্ট ( আরব গ্রুপ ), ১৩
৫) ইয়াস আতিদ ( ধর্ম নিরপেক্ষ ), ১১
৬)কুলানু ( মধপন্হী), ১০
৭) দি জুইস হোম ( ডানপন্হী), ৮
৮) শাস ( আলট্রা অর্থোডক্স) , ৭
৯) ইউনাইটেড তোরাহ জুডাইজম( আলট্রা অর্থোডক্স), ৬
১০) ইসরায়েল বাইতে ইনু ( আলট্রা অর্থোডক্স), ৬
১১) মেরেট্স ( ডানপন্হী), ৫
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮