ইরাকে সরকারী চাকুরেদের বার্ষিক-ভাতা হচ্ছে ৯০ বিলিয়ন ডলার; এখন বছরে ৯০ বিলিয়ন ডলারের তেল বিক্রয় হচ্ছে না; সৌদীতে বাজেট 'ডেফিসিট'; সৌদীর ১ ট্রিলিয়ন হজম করার জন্য আমেরিকান ব্যারিস্টার ও কংগ্রেসম্যানরা সৌদীকে ৯/১১ এর সাথে যুক্ত করছে; দুবাই উট রাখার জন্য উঁচু বিল্লিং একটা করে ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছিল; সিরিয়ায় মনে হয়, শতকরা ৭ জনের রুটি কেনার পয়সা আছে; মিশরের ভাইয়েরা ওয়াশিংটনের রিলিফ খেয়ে পিরামিডে পায়খানা করছে; মালয়েশিয়া বলছে, ওরা বাংগালী মানুষ নিতে পারবে না; ওরা থাই মেয়েদের নিবে হোটেল ও ঘরের কাজে।
তারপরও, আমাদের মন্ত্রী, যন্ত্রী, রাজদুত, মাঝদুত মিলে খালি শ্রম বাজার খুঁজতে থাকেন; এরা কি চাঁদেও শ্রম বাজার খুঁজতেছে? এদের মাথায় সামন্য বুদ্ধি আসে না কেন, দেশের মানুষকে দেশে রেখে, তাদের জন্য চাকুরী সৃস্টি করে, তাদের শ্রম থেকে লাভ করতে? অন্যেরা আমাদের মানুষ নিয়ে লাভ করছে না? মানুষগুলো দেশে রইলো, কম বেতনে চাকুরী করলো, পরিবার দেখলো; যাদের বউ আছে, বউয়ের সাথে জিং জিং খেললো।
এই লোকগুলো বাইরে চলে গেলে টাকার অভাবে আসতে পারে না, বউগুলো একা থাকে; বাচ্ছাগুলোকে দেখার কেহ থাকে না; গ্রামের পর গ্রাম পুরুষ মানুষ নেই; স্বামী বিদেশে, বাচ্ছারা পড়ে না; এইটা কি সমাজ?
আমাদের মন্ত্রী ফন্ত্রীরা কি জিং জিং খেলার সময় বিদেশে থাকা মানুষগুলোর কথা ভাবতে পারে না? ওরা বিদেশে কিভাবে থাকে, কি খায়, কিভাবে চিকিৎসা করায়, কার সাথে জিং জিং খেলে এইডস বাধায়? মন্ত্রী ফন্ত্রীগুলো আসলে ক্রীতদাস ব্যবসায়ী।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫