আপনার ব্লগিং বয়স যদি বছর খানেক হয়ে থাকে, এবং আপনি যদি ব্লগার 'জনম দাসী'কে না চেনেন, যদি উনার লেখায় কমেন্ট না করে থাকেন, আপনার জনম অবশ্যই বৃথা, ষোল আনাই বৃথা!
আমাকে উনি সাময়িকভাবে মন্তব্য-ব্যান করছিলেন; কারণ, আমি উনার লেখায় কমেন্ট করে বলেছিলাম যে, উনার ব্লগিং হয়তো থেমে যেতে পারে; অবশ্যই আমি চাইনি যে, আমার কমেন্ট উনার বেলায় সত্য হোক; কারণ, ব্লগিং থেকে কেহ বন্চিত হোক, এটা আমি চাইতে পারি না। যেদিন আমি উনার লেখা পড়তাম না; তবুও সময় করে, উনার ব্লগে ঘুরে আসতাম, অন্যদের কমেন্ট পড়তাম; দেখবেন, আপনাকেও টানতে থাকবে উনার ব্লগ।
কিন্তু, দেখা যাচ্ছে উনি ব্লগে নেই, ব্যান করা হয়েছে উনাকে। কিছুক্ষণ আগে, আরেক বহুল পরিচিত ব্লগার, "রূপক বিধৌত সাধু" আমাকে এক কমেন্টে জানালেন, "জনম দাসীর" হয়ে একটা পোস্ট দিতে, যাতে উনার ব্যান তুলে নেয়ার জন্য অনুরোধ করা হবে।
উনার পাঠকের সংখ্যা অনেক, উনার ভক্তও অনেক, এবং সামনের দিন গুলোতে বাড়তে থাকবে; উনি লিখলে, একজন একটিভ ব্লগার বাড়বে; উনার সব ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করছি। আশাকরি, উনি ব্লগকে বুঝবেন।
আপনারা যারা "জমন দাসী'কে ভালোবাসেন, কিংবা ভালোবাসেন না, সবাই সামুকে অনুরোধ করুন উনাকে আরেকটা চান্স দিতে। আমি নিজে উনার ভক্ত নই, কিন্তু উনার লেখা পড়ি; উনার লেখা অনেক ইমোশানেল, আপনি সহজেই উনার ভক্ত হয়ে যাবেন; আসুন, আমরা সবাই উনার হয়ে, উনার ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করি।
উনি নিজের প্রোফাইলে লিখেছেন:
"যদি খুলে দিত সা্মু ... আমার মন্তব্য আর পোস্ট! হয়তো লিখতাম, ফিরতাম ফের সকলের মাঝে। নীরবে পড়ে যাই প্রিয়দের লেখা... কখনো হাসি, কখনো কাঁদি; শেকলে বন্দী পাখীর মত... এই এত টুকু খাঁচায় পরে থাকি। ভালো থাকা হোক ভাই, বোন, বাছা তোমাদের সব সময়।"
সামুসহ সবাইকে অগ্রিম ধন্যবাদাব
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯