কথাটি তারাই বলে, যাদের সামরিক নলেজ নেই, যুদ্ধ করেনি, যুদ্ধ-বিদ্যা ও মানব সভ্যতা বিকাশের উপর এনালাইটিক নলেজ নেই; সর্বোপরি, একাত্তরের বাংগালী জেনারেশন সম্পর্কে সঠিক ধারণা নেই!
একাত্তরের মার্চে, 'অসহযোগ আনন্দোলনরত' বাংগালীদের আক্রমণ করেছিল পাকিস্তানী মিলিটারী, আশা করেছিল যে, বাংগালীদের আন্দোলন থামাতে পারবে; তা ঘটেনি, আলাদা নতুন দেশের জন্ম হয়েছে, বাংগালদেশ; বাংগালীরা যুদ্ধ করে, জয়ী হয়ে, দেশ অর্জন করেছেন।
ততকালীন সময়ে, পাকিস্তান ভেংগে বাংলাদেশ হোক, সেটা চাননি এ ধরণের বাংগালীর সংখ্যা ছিল প্রায় দেড় কোটী; এদের মাঝে ৫৫ হাজার পাকিস্তানের হয়ে অস্ত্র ধরে, গণহত্যা চালিয়েছিল; অবশেষ তারা পরাজিত হয়েছিল; এরা বাংলাদেশ সম্পর্কে নিজেদের মতামত বদলায়েছে কি?
পাকিস্তান ভেংগে বাংলাদেশ হওয়া পছন্দ করছে না আরো ২টি বড় গ্রুপ, তারা বর্তমানেও সক্রিয় ও প্রচারণা চালিয়ে যাচ্ছে; এদের একটা হলো ভারত বিরোধী মনোভাবের মানুষ, তাদের যুক্তি, পাকিস্তান ভাংগার ফলে, বাংগালীদের চেয়ে ভারত বেশী লাভবান হয়েছে; অন্য গ্রুপটা হলো 'ধর্মীয় গ্রুপ', যারা মনে করে যে, পাকিস্তান ইসলামিক দেশ ছিল, বাংগালীরা তাদের সাথে থাকলে পাক-ভারতে ও বিশ্বে মুসলমানরা আরো শক্তিশালী হতো।
বাংলাদেশ বিরোধী ও সামরিক ধরণাহীন একটা গ্রুপ সব সময় একটা একটা কথা বলে, "ভারত সাহায্য না করলে, বাংলাদেশ স্বাধীন হতো না"; আমি এদের সব সময় প্রশ্ন করি, "আপনি কি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছেন?" পরিচিত উত্তর; না যুদ্ধ করেননি; নতুন জেনারেশন'এর অনেকেও একই কথা বলছে। যুদ্ধ না করলে, যুদ্ধ নিয়ে বলা কঠিন; কারণ, যুদ্ধ সাধারণ ঘটনা নয়; কমপক্ষে যুদ্ধ বিদ্যায় ভালো এনালািটিক্যাল নলেজ খুবই দরকারী।
সামরিক ধারণা না থাকলে, মনে হবে যে, পাকিস্তানী বাহিনীর মতো এক শক্তিশালী বাহিনীর বিপক্ষে মুক্তিযোদ্ধাদের বিজয় প্রায় অসম্ভব; কিন্তু তারা জানে না যে, পাকিস্তানের ২টি শক্তিশালী বাহিনী, বেংগল রেজিমেন্ট ও ইপিআর বাহিনী এই যুদ্ধের মুল পরিচালনায় ছিলেন, ও নিজেরা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করেছেন; এটাই আমাদের বিজয়ের বড় ফ্যাক্টর ছিলো।
আরেকটা নতুন সমস্যা অনেকের মাঝে দেখা যাচ্ছে আজকাল, যুদ্ধটা কি "ভারত ও পাকিস্তানের মাঝে ছিলো?" হ্যাঁ, ভারতও পাকিস্তানও ৯ দিনের জন্য তাদের মাঝে যুদ্ধ করেছে; ভারতীয় নতুন জেনারেশন এই ৯ দিনের যুদ্ধটাকে সহজে বুঝে, কিন্তু বাংলাদেশের ৯ মাসের যুদ্ধ ভারতের নতুন জেনারেশনের অনেকের কাছে পরিস্কার নয়, এটা কম-জানা লোকদের চির-সমস্যা। এটা অনেক বাংগালীর মাঝেও দেখা যাচ্ছে; এর কারণ, এরা সঠিকভাবে ইতিহাস বুঝে না, '৭১'এর ঘটনাবলীকে এনালাইসিস করতে পারে না; এ ধরণের যুদ্ধে অনেক শক্তি, জাতি জড়িয়ে পড়ে; সবাই সবার স্বার্থ রক্ষা করার চেস্টা করে; এবং সমবেতভাবে জয়ী, বা পরাজিত হয়; এটা আধুনিক যুগে প্রায়ই ঘটছে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬