চাকরাণী প্রথার বিলোপ ঘটায়ে, তাদের পুণর্বাসন, দরিদ্র মেয়েদের পড়ানো; দেশে যারা দেহ ব্যবসায়ে আছে, তাদের পুণর্বাসন, ও বিদেশে দেহ ব্যবসায়ে নিয়োজিত ৩ লাখ মেয়েকে ফিরিয়ে এনে পুণর্বাসন করার মতো পজিশনে আছেন জাতি? আপনার কি মনে হয়?
আমাদের ৪৫ বছরের পরিচিত সরকারের ভেতর, যেসব পরিচিত মুখ ছিলেন ও আছেন, তারা এত বড় কাজ করার মত বড় মাথার ছিলেন না, ও বর্তমানে নেই; সরকারের বাইরে যারা আছেন, তাদের কি অবস্হা?
আমাদের যেসব নারীরা ভালো আছেন, তাদের জন্য শুভ কামনা রলো; যেসব নারীরা শিক্ষিত হয়েছেন; যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা ভালো চাকুরী করছেন, ব্যবসা করছেন, তারা চাকরাণী ব্যতিত জীবন যাপনে অভ্যস্ত হোন, ও যেসব হতভাগী দেহ প্রদানে বাধ্য হচ্ছে, তাদেরকে রক্ষা করার কথা ভাবুন।
এটাই নারী দিবসের ভাবনা আমার।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০