প্রেম, ভালোবাসা নেই হৃদয়ে, কিন্তু শুধুমাত্র মানসিক ও শারীরিক সুখানুভুতির কারণে মানুষ জিং জিং খেলে? আসলে, এ ধরণের মিলনের সংখ্যাই ভালোবাসার মানুষের সাথে মিলনের সংখ্যা থেকে বেশী।
চুমু হাজারো রকমের আছে; চুমুর ধরণ দেখলে, যেকোন মানুষ বুঝতে পারে, এই চুমুতে জিং জিং অনুভুতি আছে কিনা; ভালোবাসার চুমু আশেপাশের মানুষের দৃস্টি আকর্ষণ করে না; এবং যাদের হৃদয়ে ভালোবাসা আছে, তারা কখন চুমু দেয়, নিজেরাও জানে না।
প্রতিটি জাতির নিজস্ব চরিত্র আছে; বাংগালী মেয়ে যদি কাউকে ভালোবাসে, সেইজনকে সেই মেয়ে অন্য মানুষের সামনে চুমু কখনো দেবে না; সব জাতির জন্য, যত কম ভালোবাসা, চুমুর হার তত বেশী। যেসব বাংগালী মেয়ে অন্যদের সামনে চুমু দেয়, তাদের সম্পর্ক আসলেই নেই, আছে সামান্য শারীরিক সুখানুভুতি।
প্রবাসে ঘোরার কারণে, পশ্চিমের জাতিদের চরিত্রও চোখে পড়েছে; আপনারা যারা বাহিরে যাননি এখনো, তারা সিনেমায় হয়তো আমার চেয়ে বেশী দেখছেন ; তবে মনে রাখবেন, সিনেমা মানে সিনেমা, উহা কখনো আসল নয়। লন্ডনে পুর্ব ইুরোপের লোকেরা বেশী জনসন্মুখে চুমাচুমি করে, এবং এরা বিয়ে করে না। নিউইয়র্কে ট্রেন, বাসসহ সব পাবলিক যায়গায় যারা চুমাচুমিতে লেগে থাকে তারা সাধারণত নিম্ন শ্রেনীর মেক্সিকান।
মানুষের চোখে পড়ে জিং জিং-মনাদের চুমু, ভালোবাসার মানুষদের চুমু কারো চোখে পড়ে না।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬