'জনম দাসী' নিকের পক্ষে আমিও পোস্ট দিয়ে ছিলাম, আমার ধারণা ছিল, উনি হ্য়তো একজন নারী, এবং জীবন সমস্যায় আছেন, ব্লগে হয়তো আসেন কিছুটা স্বস্তির আশায়! আমি উনার লেখা পড়ে আনন্দ পাইনি; কিন্তু সহানুভুতি ছিল। এখন মনে হচ্ছে, আসলে এটা কারো মাল্টি নিকও হতে পারে; এবং প্রো-পিকও মেয়েদের ব্যবহার করছেন কিছুটা সহানুভুতি পেতে, কিংবা আকর্ষন বাড়াতে।
আমি পোস্ট দিয়েছিলাম উনার পক্ষে হয়ে, শুধুমাত্র ব্লগের সাধরণ নিয়ম যাতে সব সময় পালিত হয়, উনি উদাহরণ মাত্র। আমি উনাকে জানার কথা নয়, কিন্তু উনি দাবী করেছিলেন যে, আমরা অনেক দিনের পরিচিত।
এখন জনম দাসীর উপর আরও পোস্ট দেখছি; সবকিছু মিলে মনে হচ্ছে, এগুলো কিছু পরিচিত ভালো ব্লগারদের কান্ড। এই ব্লগারদের লিখা, তাদের পোস্টের কমেন্টের প্যাটার্ণ দেখলে বুঝ যায় যে, উনাদের মাল্টি নিক আছে; কে পড়ছে, কে কমেন্ট করছে বলা মুশকিল। সন্দেহ নেই যে, উনারা ভালো লেখেন; কিন্তু উনারা নিজদের অন্যদের থেকে আলাদা ভাবেন, উনাদেরকে অনেক কমেন্ট পেতে হবে, উনাদের সিন্ডিকেট আছে; সিন্ডিকেটের জন্য মালটি নিক থাকতে হয়। উনাদের লেখা আমি কিছুদিন পড়েছিলাম; এখন বিরক্তিকর মনে হয়, মনে হয় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশী মাতামাতি করেন; নিজেরা নিজেদের প্রশংসায় মেতে উঠেন।
যাক, ব্লগ হলো টেকনোলোজিক্যাল মিরাকল বাংগালী তরুণ লেখকদের জন্য; এখানে লিখে সাধারণ লেখক একদিন বড় লেখকে পরিণত হচ্ছেন, ও হবেন; এই মিরাকলটিকে নিয়ে সিন্ডিকেট পিন্ডিকেট করার ভুল চেস্টা বন্ধ হোক।
( আপডেটেড)
*** আজকে 'শ্রাবনধারা' নিকের কমেন্ট পড়ে, আমার মনে হচ্ছে যে, আসলে 'জনম দাসী' সম্পর্কে আমার প্রথম ধরণাই সঠিক। যাক, উনি আবার লেখার শুরু করলে বুঝা যাবে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২