বাংলাদেশের সরকার ও মানুষের মাঝে এ মহুর্তে কোন সম্পর্ক ও বাঁধান নেই; সেটার প্রমাণ হচ্ছে, বিনা ভোটে ১৫২ জন সাংসদের নির্বাচন; আবার বৃহৎ দল বিএনপি'ও মানুষের সাথে কোনভাবে সম্পর্ক রাখেনি; এটার প্রমাণ, খালেদা জিয়ার '৯১ দিনের তান্ডব' এতে মানুষ তো অংশ গ্রহন করেনি, বরং মানুষই পেট্রোল বোমার শিকার হয়েছে; খালেদা জিয়া নিজেই ৯১ দিনের বেশী অফিসে জীবন যাপন করে তান্ডব পরিচালনা করেছে, মানুষ এতে উৎসাহিত হয়নি।
শেখ হাসিনা আমাদের জন্য পুরস্কারের পর পুরস্কার আনছেন, মানুষ উনাকে কোন সংবর্ধনা দেয়নি, দলের লোকেরা দিয়েছে; ক্রিকেটার ফ্রিকাটেরদের নিয়ে এসেছে সংবর্ধনায়; আর নিজের থেকে এসেছে বোধ হয়, লেখক সৈয়দ শামসুল হক।
এগুলো প্রমাণ করছে যে, সরকারসহ কোন রাজনৈতিক দলের সাথে মানুষের রাজনৈতিক বন্ধন নেই; রাজনৈতিক দলগুলোর এজেন্ডা মানুষের এজেন্ডা নয়।
সামরিক সরকারের আমলে ড: ইউনুস একটা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে পিছু হটে যান; কেন পিছু হটেছেন, সেটা উনি পুরোপুরিভাবে ব্যাখ্যা করেনি; কিন্তু পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামাত উনাকে চাপে রেখেছিল, উনি যেন কোন দল গঠন করতে না পারেন; এবং অনেক পরিচিত মুখ উনাকে পরিহাস করেছেন।
ফলে দেখা যাচ্ছে, নতুন কোন রাজনৈতিক দল গঠনও সোজা হচ্ছে না; আওয়ামী লীগ ও বিএনপি চাইবে না যে মাঠে নতুন কেহ আসুক।
এটা ঠিক যে, এখন আওয়ামী লীগ জন সাধারণের স্বার্থের রাজনীতি করছে না; এখন তারা যা করছে, তা মওলানা ভাসানী, শেখ সাহেব, তাজুদ্দিন সাহেবের মনোভাবের রাজনীতি নয়; এটা দলের কিছু লোকের স্বার্থের রাজনীতি; এদের স্বার্থ পুরণের সময়ে ছিটেফোটা মানুষের হাতে আসছে।
বিএনপি সব সময়েই মিলিটারী গোস্টীর রাজনৈতিক প্রতিস্ঠান ছিলো, তাতে কিছু সিভিলিয়ান অভিনেতাও নেয়া হয়েছিল; তারা মানুষের জন্য অভিনয় করে, নিজের পকেট ভারী করেছে; সাথে সাথে দেশে পরগাছা শ্রেণী গড়ে তুলেছে। জামাত বিএনপি'কে কন্ট্রোল করে, আমাদেরকে উনাদের পাকী-আফগান ব্রাদারহুডে নিয়ে গেছে।
এই অপরাজনীতি থেকে বের হতে হলে, তিউনিসিয়ার মডেলে, সমাজের শক্তিশালী গ্রুপগুলোকে একত্রিত হতে হবে; আমাদের সমাজের সবচেয়ে শক্তিশালী গ্রুপ চাষীরা, কিন্তু উনাদের বড়-কলমী করে রেখেছে সরকারগুলো ৪৪ বছর; তারপরও ওখানে এখন সাধারণ ভাবনার মানুষ আছে; পরবর্তী শক্তিশালী গ্রুপ শ্রমিক, তারপর প্রফেশালে গ্রুপ, তারপর শিক্ষকেরা। এই কয়েক গ্রুপকে রাজনৈতিক গ্রুপ হিসেবে গড়ে তুললে, এঁরা দেশের গণতন্তরের মুল রচনা করতে পারবেন।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩