নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ
লুল সমাজের তরে যে করেই হোক রাখিবে সে জীবন
সকলে বলিল আহা হা করিস কি? করিস কি ? বলবে তো লোকে লুল
নন্দ বলিল আর কত কাল ছিড়িব হিন্দি চুল ?
আমি না তাকাইলে কোথায় যাইবে বংগের অবলা নারী ?
সকলে বলিল এরশাদ কোন ছাড় ? সাহস তোমার বলিহারী।
এম এম এস স্ক্যান্ডালে বিয়ে ভেঙ্গে যায় জরিনার,শাদী করিবে কেবা ?
সকলে বলিল নন্দ ভায়া নিকাহ কি করিবা ?
জরিনারে যদি নিকাহ করিলাম ,নাহয় করিলাম
আমার দুঃখে ক্যাট্রিনা কাইফ ছাড়িবে যে ধরাধাম ?
লিটনের ফ্ল্যাটে যাইবে কেবা ? কে যাইবে ফার্মেসী ?
শুনিয়া সকলের চোখে মুখে ফুটিল স্বস্তির হাসি।
নন্দ একদা ফেসবুকে করিল একাউন্ট ওপেন
এড করিল মুনমুন ময়ুরী আরো সেই রিয়া সেন
সকলে বলিল এই ছোকড়া লুল সমাজের গৌরব
ফ্রেন্ডলিস্টে ৫০০০ মেয়ে এড করিয়া ছড়াইবে সৌরভ
সকাল হইতে রাত্রি বেলা নন্দ পাঠায় ফ্রেন্ড রিকোয়েস্ট
সবে বলিল আহা হা নন্দ মেয়ে পালাইবে কোথা ? লওনা একটু রেস্ট
নন্দ বলিল ,আহা যদি লিস্টে পেতাম মেয়ে সব ফেসবুকের
সবার কথা ভাবিতে ভাবিতে নিদ্রা যাইতাম সুখের।
নন্দ একদা টিজ করিল রাস্তায় এক সুন্দরী মেম
সকলে বলিল কমিশনারের মেয়ে, নন্দ ইউ ড্যাম
নন্দ কহিল তেতুল রা সব দেশের সম্পদ , গৃহকোণে কেন চিরকাল ?
টপ্স আর লেগিংস পড়ুক সবে ,এ হোক দেশের হাল।
সকলে বলিল বলো কি নন্দ, বলো কি তুমি ? দেশ যাবে রসাতলে
নন্দ হাসিয়া কয়,এরেই নাকি সুশিল সমাজ প্রগতি বলে।