সামুতে ব্লগিং করি দেড় বৎসর হয়ে গেলো প্রায়।যদিও আরো আগে থেকে সামু পড়ি।এখানে এসে দেখতে পেলাম হরেক রকমের মানুষের সমাবেশ।এর মধ্যে একটা গ্রুপ হলো নাস্তিক আরেকটা হলো আস্তিক।এদের মধ্য কেচাল বলতে গেলে সারাটা বছর জুড়েই চলে।যদিও পারতপক্ষে এসব কেচালে কখনোই যাইনি।তবে যেখানে কেউ সীমা অতিক্রম করা হয়েছে সেখানে ঠিক ই ভদ্রভাবে প্রতিবাদ জানিয়ে এসেছি।
কাল দাড়িপাল্লার পোস্ট নিয়েও সামুতে কুরুক্ষেত্র তৈরী হয়েছিলো যার রেশ এখনো রয়ে গেছে।
এই দাড়িপাল্লা নিক কিন্তু এই প্রথম ইসলাম অবমাননা করেনি।এর আগেও সে এমন নোংরা পোস্ট দিয়েছে।আমি নিজে সেই পোস্ট রিপোর্ট করেছি।কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।একদিনে তার এই সাহসের সন্চার হয়নি।মডারেশন প্যানেলের নিশ্চুপ থাকা এবং কোন পদক্ষেপ গ্রহন না করাতেই গতোকাল এমন একটা পোস্ট দেওয়ার সাহস সে করেছে।
আস্তিকতার মতো নাস্তিকতাও একটা বিশ্বাস।এই বিশ্বাস নিয়ে আমি কটাক্ষ করতে রাজি নই।কিন্তু কিছু চিহ্নিত নাস্তিক যখন বারবার আস্তিকতার পেছনে লাগে তখন সেটার জবাব দেওয়া টা জরুরী হয়ে পড়ে।
গতোকাল দাড়িপাল্লা পোস্ট দেওয়ার পর দেখলাম সেই পোস্ট এবং সামুর প্রথম পাতা এক ভয়ংকর রুপ নিয়েছে।যে যেভাবে পারছে গালিগালাজ ও প্রতিবাদ করছে।এই ক্ষোভ একদিন দুদিনের নয়।সামুর দীর্ঘদিনের নীরবতার ফসল এই ক্ষোভ।তবে কিছু কিছু পোস্টে যে ধরনের গালিগালাজ এবং বাজেঁ ছবি আপলোড করা হয়েছে জানা ম্যাডাম কি নিয়ে সেটা অবশ্যই ন্যাক্কারজনক এবং গর্হিত কাজ।আমি নিজে ঐসব নোংরা ছবিগুলোর বিরুদ্ধে রিপোর্ট করেছি।এমনকি পরিচিত ব্লগার হলে ঐসব ছবি মুছে দেওয়ার ও অনুরোধ জানিয়েছি।
আমার বক্তব্য হলো পোস্ট টি দেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও পোস্ট টি মুছা হয়নি কেনো ?
বলতে পারেন মডারেটর ঐ সময় ব্লগে ছিলেন না।কিন্তু পোস্ট সিলেক্টর তো ছিলেন।
এখন বলবেন পোস্ট সিলেক্টর এর পোস্ট সরানোর ক্ষমতা নেই?
তাহলে যে কোন একজন মডারেটর কে ফোন করার ক্ষমতাও কি তার ছিলোনা?
যেখানে ব্লগের মালিক করে নিয়ে আজেবাজে কথা হচ্ছে এবং নোংরা ছবি ছড়ানো হচ্ছে সেখানে একজন নির্বাচক হয়ে যদি আপনি ব্যাপারটা হ্যান্ডেল করতে না পারেন তাহলে সেই দায়িত্বে থেকে কি লাভ ?
সরকার যখন অনলাইন মিডিয়াকে শেকল পরানোর অজুহাত খুজঁছে সেখানে এই নির্বাচকদের নীরবতা প্রিয় সামু কে খাদের কিনারায় ঠেলে দেওয়া নয় কি ?
এখনো পর্যন্ত সামুর পক্ষ থেকে মডারেশন প্যানেলের অবহেলার
দায় স্বীকার করে কোনো পোস্ট বা বিবৃতি দেখলাম না।ব্লগারদের প্রতি এ কেমন ধরনের দায়বোধ ?আমরা হাজারো ব্লগার দিনের পর দিন এখানে লিখে যাচ্ছি।আর আমাদের ধর্মানুভূতিতে আঘাত হানে এমন কোনো ঘটনা ঘটলে সেখানে বলার মতো দুটি লাইন ও কি আপনাদের কলমে আসেনা ?
সামুর এই নিশ্চুপ থাকার কারনে আজ অনেক ব্লগার সামু ছাড়ার কথা বলেছেন।কেউ কেউ ইতিমধ্যে চলেও গেছেন।আজ সামু যদি কোনো পদক্ষেপ না নিয়ে চুপ করে থাকে তাহলে সামুর ভাবমূর্তি আর যাই হোক উজ্জল হবেনা।এমন কি অন্যান্য ব্লগ ও এ বিষয় থেকে ফায়দা লুটতে সচেষ্ট হবে।
তাই জানা ম্যাডাম এবং সকল মডারেটর দের অনুরোধ মডারেশন প্যানেলের ব্যার্থতার দায় স্বীকার করে একবার দুঃখ প্রকাশ করুন।এতে যদি আমাদের প্রানপ্রিয় সামু পরিবার টি আবার এক হতে পারে তাহলে দোষ কি ?
সুস্থ ধারার ব্লগিং চাই আর এর জন্য সামুকেই উদ্যোগী হতে হবে।