ডিয়ার লুল বেরাদার আফনে কি হতাশ ? সব পোস্টে গিয়া বিরস বদনে ব্যাক গিয়ার মারেন ? লুল ফেলার সুযোগ পাচ্ছেন না ? তাইলে এই পোস্ট শুধু আপনার জন্য,ডান কদম আগে বাড়ায়া আউগায়া বহেন।বাকি চুশিল রা তফাতে স্ট্যান্ডিং করো
সেই সময় ছিলো বাংলার স্বর্নযুগ ,এক টাকায় চাইর চাইর খান ফুটকা পাওয়া যাইতো আহা আকাশে বাতাসে লাল ফুটকা সে এক অপরুপ সিন সিনারি
গেরামে গেলেই দাদির কাছ থেকে ১ টাকা লইয়া খিচ্চা দৌড় দিতাম সুরুজ কাক্কুর দোকানে।যাইয়াই কৈতাম "কাক্কু লাল ফুটকা দেও" কাক্কুও দাত ৩২ খান মেলাইয়া রাজা বাদশার ফটু ওয়ালা এক বাক্স থাইকা বাইর কৈরা দিতো আর কৈতো তুমার কাক্কুরে আবার কৈয়োনা বাজান ,কারন আমার চাচায় ছিলো চেয়ারম্যান।
কিন্তু বাশমারা খাওয়া তো আমার নিত্য দিনের সংগী।একদিন আমরা বন্ধুরা মিল্লা কসকো সাবান দিয়া ফুটকার তৈল ধৌত করিতে ব্যাস্ত এমন সময় কাক্কু পুকুর পাড়ে আইসা দেইখ্যা ফালাইলো আর শাস্তি স্বরুপ রৈদের মধ্যে ৫ মিনিট কান ধইরা এক পায়ে বগা সাজার রুল জারি করলো
কৈলো বাজান" এই গুলানের মইদ্যে বিদেশিরা পেলেনে মুতে,পরে জানালা দিয়া ফালায়া দেয়,এই গুলানে হাত দিবানা"
কৈলাম " কাক্কু সাবান দিয়া ধুই তো" তুমি ফুলায়া দেখো ?
বেরসা কাক্কু ঠাডায়া দিলো কানের তলে এক বন
কিন্তুু ইহা আমার মতোন লুল পোলার মনে বিন্দুমাত্র দাগ কাটিতে পারিলো না বরং মনে মনে বলিলাম কাক্কু নিজে ফুটকা পায়না বইলাই এমন হিংসা করে আমারে "
যাউকগা কয় দিন পরে সবাই মিল্লা ফুটকা ফুলায়া সুতা বাইন্ধা উড়াইতাছি এমন অবস্থায় দেখি আমার দোস্ত শাকিল মুখটারে বদনার মতোন কৈরা আয়া কয় আমারে একটা ফুটকা দিবি ?
কৈলাম হালা কিপটা তোর আব্বার এতো এতো ফুটকা তবু আমার টা চাস কেন ?
কয় কসকি মমিন ?
কৈলাম কেন তোমার আব্বায় যে কাইলকা ১ বাক্স ফুটকা কিনছে আমি জানিনা মনে করছো? আমি কাইলকা দোকানে পেয়াজু কিনতে গিয়া দেখছি তুমার আব্বায় সুরুজ কাক্কুর দোকান থাইকা তুমার লাইগ্যা এক বাক্স লাল ফুটকা কিনছে।
কথা হুইনা দোস্তের আমার চউক্ষে মুখে আনন্দে পানি আয়া পড়লো।দোস্তে আমারে কয় " তোরেও মেলা ফুটকা দিমুনে আয় আমার লগে"দেখছোস আমার আব্বা আমারে দেয়নাই ।মনে লয় ঈদের দিন সেলামির লগে দিবো
ওর বাসার সামনে গিয়া দেখি ওর আব্বায় আমার চাচা আর কিছু মানুষের লগে গপ্পো তে ব্যস্ত।
দোস্তে বাপের গলা জড়াইয়া মুখে সুন্দরবনের খাটি মধু ঢাইল্যা ইভা রহমানের লাহান দরদি কন্ঠে কইলো " আব্বা দিবানা " ?
বাপে কয় কি ?
কয় দেওনা ,ঐ যে আমার লাইগ্যা আনছো
আরে কসনা কি দিমু ? কি আন্ছি ?
শাকিল্যা চেইত্যা গিয়া কয় " কেন তুমি সুরুয কাক্কুর দোকান থাইকা আমার লাইগ্যা ১ বাক্স লাল ফুটকা আনছো না ? নাদিমে দেখছে কৈলাম ,কৈয়াই আমারে ইশারা করলো।আমিও ফুটকা পাওনের লোভে পুতলার মতোন উপরে নিচে কল্লা নাড়ায়া সম্মতি জ্ঞাপন করলাম ।
নিজে খেলবা দেইখা এখন আমারে দেওনা? আর দুষ্টামি করতাম না আব্বা ফুটকা দেওনা
।
বাপে শাকিল্যার কান ধইড়া পেন্ডুলামের মতোন লটকাইয়া ঘরের ভিতর নিয়া ফালাইলো।আর আমার চাচায় আমারে লইয়া গেলো সুরুয কাক্কুর দোকানে ।গিয়া কয় ঐ ওরে ফুটকা দে একটা ।
আমি তো খুশিতে চউখ্যে মুখ্যে লাল,নীল,হলুদ তারাবাত্তি দেখলাম।
আইজকা না ধুইয়াই ফুটকা ফুলাইলাম।ফুলানির সাথে সাথে আমার বেরহম কাক্কু আমার কাছ থাইকা চিলের মতোন ছো মাইরা ফুটকা কাইরা নিয়া সুরুয কাক্কুর হাতে দিয়া কৈলো এইটা হাতে লৈয়া ১ ঘন্টা দোকানের সামনে খাড়ায়া থাকবি,তোরে না কৈছিলাম এইগুলান পুলাপাইনের হাতে না দিতে ।
বুঝলাম না জনদরদি,গরিবের বন্ধু,পরোপকারি,আমাদের ফুটকার যোগানদাতা সুরুজ কাক্কু কার কি এমন ক্ষতি করলো যে উনারে আমার চাচায় এমন ফাপর দিলো আইজ পর্যন্ত বুঝতাম পারলাম না
পোস্ট টি উৎসর্গ করলাম প্রিয় ব্লগার মিনহাজুল হক শাওন ও একজন আরমান ভাইকে ।