ইমরান এইচ সরকারদের আওয়ামী সরকার নিরাপত্তা দিবে,
মাহমুদুর রহমানদের বিএনপি ক্ষমতায় আসলে নিরাপত্তা দিবে,
আর তোমাকে?
তুমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার থেকে লাথি খেতে থাকবে!
যে যখন যেভাবে পারে তোমাকে নিজস্বার্থে ব্যবহার করতে থাকবে,
তুমি আঙ্গুল চুষতে থাকবে আর দেখে যাবে
আমিও তোমার মতো মার খাওয়াদের দলে!
তবুও তুমি আমার বাংলাদেশ।
একদিন আমি আর তুমি সাহসী হবো,
মাথা তুলে দাঁড়াবো,
দলবাজ-ধর্মব্যবসায়ীদের মনে আলো জ্বালিয়ে দিবো,
দেশপ্রেম জাগিয়ে দিবো।
আল্লাহ সত্যের পক্ষে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১