▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
সামান্য একটু আনন্দের জন্য আজ ছাদে উঠে আজ অনেক দিন পরে বৃষ্টিতে ভিজলাম !
কিন্তু কে জানে আজকের এই শিলা বৃষ্টি আমার জন্য এত বড় কাল হয়ে দাঁড়াবে !!
হুম!! খুব খুব জ্বর আসছে আমার। জ্বরে সারা শরীর কাঁপছে !
মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে একটু উষ্ণতা খুঁজি, কিন্তু তুমি কোথায়?
কোথাও তো দেখছি না !
অথচ দেখো ২০১২ এর এই একই দিনে আমার খুব জ্বর এসেছিল আর তাতে তুমি কাঁদছিলে আর
বলছিলে, ইসস! আমি যদি তোমার পাশে থাকতাম !
অথচ দেখো আজ তোমার কোনো ছায়াও আমার পাশে নেই !
বাসাই কেউ নেই সবাই ফুপির বাসাই গেছে বিয়েতে কাল আসবে হয়তোবা !
আর তুমি জানো যে, আমি বিয়ে বাড়ি খুব কম যাই
আর চাইলেও তো আমি পারবো না তাদের ফোন দিয়ে বলতে যে আমার খুব জ্বর,
কারণ তারা ঢাকা থেকে তো এখন আসতে পারবেনা ।
তাই শুধু শুধু তাদের চিন্তায় ফেলা কি আমার উচিত, তুমিই বলো ??
বাসাই খাবার নেই রেঁধে খেতে হবে কিন্তু আমার বিছানা থেকে উঠার শক্তি নেই !"
তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে একটি কথা বলেছিলে যে,
তোমার একটুতেই জ্বর হয় তাই ঠান্ডা থেকে দুরে থেকো !"
তার সাথে আরো একটি কথা বলেছিলে তোমাকে যেন আমি ভুলে যাই
তাহলে তুমিই বলো তোমাকে ভুলতে হলে তো তোমার
সবকিছু আমাকে ভুলতে হবে তাইনা ??
তাহলে এই কথাটাও কি আমার মনে রাখা উচিত ??
আজ হয়তো তুমি অন্য কারো খেয়াল রাখায় ব্যস্ত
কিন্তু সত্যিই আজ তোমাকে আমার খুব খুব দরকার ছিল !"
তোমাকে যখনই আমি বলতাম যে আমি যদি মরে যাই
তাহলে তুমি কি করবে ? তখনি তুমি রেগে বলতে তুমি চুপ করবে নইতো আমি ফোন কেটে দিব !
কিন্তু আজ দেখো আমি সত্যি সত্যি মরে গেলেও তোমার কোন যায় আসেনা !!
জানি তুমি আমার এই লেখাটা পড়তে পারবে না পড়বে কিভাবে তুমি তো জানই না যে এই পেজটা আমার !!
তবুও মন বলে যদি এই ঠিকানা বিহীন চিঠিটা তুমি পড়তে পারো তাহলে হয়তো বা আমাকে অন্ততো একবার I Love U বলার জন্য কল দিবা !!
কিন্তু এই শেয়াল পন্ডিত কে তুমি আর কখনই কল দিবে না তাই এইটা ঠিকানা বিহীন চিঠি হয়ে থাক সবার মাঝে !! কারণ এইটাই হলো ঠিকানা বিহীন চিঠি !
(Collected)
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৮