যখন দেখি একই মঞ্চ থেকে গুটিকয়েক রাজাকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে, দু/এক টা রাজাকারের বিচারও করে ফেলা হয় ১৫/২০ দিনের মধ্যে।
আবার ঐ একই সময়ে ঐ একই মঞ্চ থেকে ১৫/২০ দিনের মধ্যে দেশের ক্ষমতাসীন দলে থাকা রাজাকারদের বিচারের দাবী জানানো তো দূরের কথা, ঐসব রাজাকারদের নাম গুলাও একবারও উচ্চারিত হয় না...
তখন ঐ মঞ্চ সম্পর্কে দেশের সাধারণ মানুষের কিরূপ ধারণা আসতে পারে???
মঞ্চের নিরপেক্ষতা নিয়া প্রশ্ন জাগাটাই স্বাভাবিক না?
সাধারণ মানুষতো ভাত খাইয়া বড় হইছে, নাকি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১