বানাবেন নাকি একটা নিজেস্ব অনলাইন রেডিও স্টেশন, যেটাতে শুধু আপনার পছন্দমতো প্রোগ্রামই প্রচারিত হবে না......চাইলে আপনি লাইভ প্রফেশনাল রেডিও যকির মতো বকরবকরও করতে পারবেন...



২)এবার উইনএম্পের জন্য একটা ডিএসপি নামের প্লাগিন ইন্সটল করুন।
৩)এবার লিসেন টু মাই রেডিওতে ফ্রি রেজিস্ট্রি অপসনে নিজের রেডিওটির নাম লিস্টেড করুন।
মনেকরেন আপনার রেডিওটির নাম দিলেন পাংখা......তাহলে আপনার রেডিও স্টেশনটির ইউএরএল হবে "পাংখা.লিসেন টু মাই রেডি.কম"
এখনে আপনি আপনার রেডিওর কন্ট্রল প্যানেলটি পেয়ে যাবেন এবং আপনার জন্য নিদ্ধারিত আই.পি এবং পোর্ট নাম্বার পেয়ে যাবেন।
৩)উনএম্প ওপেন করে কন্ট্রল +পি চাপুন>প্লাগিন ট্যাবে নিচের ছবির মতো একটা উইনডো ওপেন হবে।

উইনডোতে জায়গা মতো আই.পি এবং পোর্ট নাম্বার দিন। কানেক্ট বাটনে ক্লিক করুন, বাজান আপনার পছন্দমতো গান, স্টেটাস প্যানে আপনার ডাটা সেন্টের পরিমান দেখতে পাবেন, এর মানে হলো আপনার গানটি অন এয়ার হচ্ছে...>>এবার বন্ধুদের আপনার রেডিও স্টেশনের লিংকটি পাঠিয়ে দিন>>বন্ধুরাও আপানর গানের তালে তালে নেচে উঠবে

জিনিষটা খুবই সহজ, আশা করি নিজের রেডিও স্টেশনটি কনফিগার করতে আপনাদের খুব বেশি বেগ পেতে হবে না।
আউটপুট কোয়ালিটি:
=======================================
28.8 modem 16kbps
33.6 modem 24kbps
56k modem 32kbps
64k (single-channel) ISDN 56kbps
128k (dual-channel) ISDN 96kbps
Cable Modem 128kbps
256k DSL 128kbps
T1, T3, +++ 256kbps
========================================
আপনার লিংকটি আপনি ফেইসবুক কিংবা টুইটারের মতো পেইজে শেয়ার করতে পারবেন। যদি আপনি প্রিমিয়াম সাবসক্রাইবার হন, তাহলে নিজেস্ব অয়েবপেইজে রেডিওটি এম্বেড করতে পারবেন> তাহলে আর দেরি কেনো? আমার মতো আপনিও একটা রেডিও স্টেশনের মালিক হয়ে যান

আমি একটা বানাইসি

http://radiobd.listen2myradio.com/
ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে খুলে দেখতে পারেন
========================================
প্রয়োজনে নিচের ভিডিও টিউটরিয়ালটাও দেখতে পারেন
Click This Link
=========================================
আমার সহব্লগারদের অন লাইন রেডিওর লিংক
সোহান বাশার
http://www.abohomanbangla.listen2myradio.com/
মিহির লাল সিংহ
http://radiokhongchel.listen2myradio.com/
মাহমুদুল হাসান কায়রো
http://bdcairo.listen2myradio.com/
জন রাসেল
http://jonrassel.listen2myradio.com/
=========================================
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:১৯