১২ই অগাস্ট ১৯৪৯ স্কটল্যান্ডে মার্ক নফ্লারের জন্ম। স্স্কুলের গন্ডিপার হবার পরে তিনি জার্নালিজমের উপর পড়াশুনা শুরু করেন হারলো টেক্যনিক্যাল কলেজে এবং পরবর্তিতে উয়র্কশায়ার ইভিনিং পোস্ট জার্নালে চাকুরি নেন। খুব ছোটবেলা থেকেই তিনি এলভিস প্রিসলী, জিমী হেন্ড্রক্স, জেমস বার্টন এবং সমসাময়ীক রকারদের ভক্ত ছিলেন। পড়ালিখা আর চাকুরীর পাশাপাশি গীটারের হাতে খরিনেন ভাই ডেভিড নফ্লারের কাছ থেকে।
ডেভিড নফ্লার
মাত্র ১৬ বছর বয়সে তিনি টিভিতে প্রথম গীটার বাজান। প্রথমে তিনি মিউজিক ক্যারিয়ারে নিজেকে প্রথিস্টিত করতে লন্ডনে পারি
জমান এবং Brewers Droop ব্যান্ডে যোগ দেন। কিন্তু ভাই ডেভিড নফ্লারের খুব ইচ্ছে ব্যান্ড করার, কিন্তু হাতে তেমন কোনো টাকাই নেই....নেই কোনো চেনাশুনা প্রডিউসার। হাতে সর্বকুলে মাত্র ১২০ পাউন্ড। এ নিয়েই যাত্রা শুরু তাদের। এই দুর্গম চলার পথে তাদের সাথি হয়ে এলেন জন ইল্সি (বেইজ গীটার) এবং প্যার্টিক স্কট (ড্রামস)। শুরু হলো এই বৃটিশ রক ব্যান্ডটির যাত্রা। ১৯৭৭ সালে তারা পাঁচটি গানের একটা ডেমো টেপ রেকর্ড করে বিবিসি লন্ডনে পাঠান। গান গুলো ছিলো
১)সুলতান অব সুইংগস
২)ডাউন টু দ্যা ওয়াটার লাইন
৩)ওয়াইল্ড ওয়েস্ট এন্ড
৪)ওয়াটার ওব লাভ
৫) স্কেয়ার্ড লাভিং
এর মধ্য সুলতান অব সুইংগস, ডাউন টু দ্যা ওয়াটার লাইন, এবং ওয়াটার ওব লাভ পরবর্তিতে খুবই জনপ্রিয়তা পায়। তৎকালীন বিবিসি লন্ডন ডিজে কার্লি গ্লিটি তাদের গান শুনে মুগ্ধ হন এবং তাদের গান প্রচার করেন।
ডিজে কার্লি গ্লিটি
......তাদের এই দুর্গম পথ চলাকে মনে রাখার জন্য তারা ব্যান্ডের নাম দেন ডায়ার স্টেইটস। সেই থেকেই পথ চলা শুরু.......অবশ্য তাদের এই সাফল্যের অংশীদার হতে পারেন নাই প্যার্টিক স্কট.....আসলে তিনি ভাবতেও পারেন নাই ব্যান্ডটি ভবিষ্যতে এতো বিখ্যাত হতে পারে...এবং এজন্যই ১৯৭৭ সালের মাঝামাঝি সময় তিনি দল ত্যাগ করেন এবং তার জায়গায় প্রিক উইথার ড্রামসের স্টিক হাতে তুলে নেন।
প্রিক উইথার
১৯৭৮ সালে তারা সেল্ফ টাইটেল্ড এলবাম ডায়ার স্টেইটস বের করেন। অল্প সমেয়ের মধ্যই এলবামটি বিপুল জনপ্রিয়তা পায়। এলবামটিতে যেইসব গান গুলো ছিলোঃ
1. "Down to the Waterline" – 3:55
2. "Water of Love" – 5:23
3. "Setting Me Up" – 3:18
4. "Six Blade Knife" – 4:10
5. "Southbound Again" – 2:58
6. "Sultans of Swing" – 5:47
7. "In the Gallery" – 6:16
8. "Wild West End" – 4:42
9. "Lions" – 5:05
শুর হয় তাদের ট্যুর.....গ্রেট বিটেনের আনাচে কানাচে ছড়িয়ে পরে তাদের সুরের যাদু। তাদের গান শুনে বব ডিলান মুগ্ধ হন এবং মার্ক নফ্লার এবং প্রিক উইথার কে নিয়ে স্লো ট্রেইন কামিং এলবামটি বের করেন
এলপি কভার স্লো ট্রেইন কামিং
১৯৭৯ ছিলো তাদের জন্য খুব গুরুত্ব পুর্ন। এই বছরের শুরুতে তাদের Communiqué এলবামটি বের হয় এবং জার্মানী টপ চার্টে #১ , ইউকেতে #৫ এবং আমেরিকায় #১১ স্হান দখল করে। বিশ্বজুরে তাদের খ্যাতি ছড়িয়ে পরে। এলবামটিতে কাজ করার জন্য বি,বেয়ার কিবোর্ডে যোগ দেন।
1. "Once Upon a Time in the West" – 5:25
2. "News" – 4:14
3. "Where Do You Think You're Going?" – 3:49
4. "Communiqué" – 5:49
5. "Lady Writer" – 3:45
6. "Angel of Mercy" – 4:36
7. "Portobello Belle" – 4:29
8. "Single Handed Sailor" – 4:42
9. "Follow Me Home" – 5:50
এর পরে ১৯৮০ সালে বের হয় Making Movies....এলবামটিতে কাজ করার জন্য ব্রুস স্প্রীংসটিনের কিবোডিস্ট রয় বিটেন যোগ দেন।
রয় বিটেন
এলবামটির রেকর্ড শেষ হবার পরে এলেন ক্লার্ক (কিবোর্ড) এবং হেল লিডস দলে স্হায়ী সদস্য হিসাবে যোগ দেন।
1. "Tunnel of Love" – 8:08
2. "Romeo and Juliet" – 5:54
3. "Skateaway" – 6:18
4. "Expresso Love" – 5:04
5. "Hand in Hand" – 4:48
6. "Solid Rock" – 3:19
7. "Les Boys" – 4:07
অবশ্য এই এলবামের জন্য রেকর্ড করা
1. "Making Movies"
2. "Suicide Towers"
গান দুটি রিলিজ পায় নাই।
১৯৮২ সালে বের হয় তাদের চতুর্থ স্টুডিও এলবাম লাভ ওভার গোল্ড
1. "Telegraph Road" – 14:15
2. "Private Investigations" – 6:45
3. "Industrial Disease" – 5:49
4. "Love over Gold" – 6:16
5. "It Never Rains" – 7:54
এলবামটির সবকয়টা গানই মার্ক নিজেই লিখেছেন।
এলবাম কাভার লাভ ওভার গোল্ড
এর মাঝে টেলিগ্রাফরোড এবং প্রাইভেট ইনভেস্টিগেশন গান দুটি খুবই জনশ্রুত হয়।
১৯৮৫ সালে বের হয় Brothers in Arms।
1. "So Far Away" – 5:12
2. "Money for Nothing" (Knopfler, Sting) – 8:26
3. "Walk of Life" – 4:12
4. "Your Latest Trick" – 6:33
5. "Why Worry" – 8:31
6. "Ride Across the River" – 6:58
7. "The Man's Too Strong" – 4:40
8. "One World" – 3:40
9. "Brothers in Arms" – 6:55
আশ্চর্য জনক ভাবে সেই সময় বের হওয়া মাইকেল জেকসনের থ্রীলার এলবামটির চাইতেও ব্রাদার ইন আর্মস এলবামটি জনপ্রিয়তা লাভ করে। এমটিভি মানি ফর নাথিং গানটির মিউজিক ভিডিও বানায়। #এলবামটির উল্লেখযোগ্য সাফল্যের মাঝে আছে
#বেস্ট রক পারফর্মেন্স এওয়ার্ড - জার্মানী ১৯৮৬
#বস্ট ইন্জিনিয়ার রেকর্ডিং এওয়ার্ড - জার্মানী ১৯৮৬
#এমটিভি মিউজিক ভিডিও ওব দি ইয়ার - মানি ফর নাথিং
#এমটিভি বেস্ট গ্রুপ ভিডিও - মানি ফর নাথিং
#জার্মানি মিউজিক ভিডিও ওব দি ইয়ার - ব্রাদার ইন আর্মস (১৯৮৭)
মার্ক নফ্লার এমটিভি এওয়ার্ড হাতে
১৯৮৮ সালে মার্ক কিছুটা কান্ট্রিমিউজিকের উপর ঝুকে পরেন এবং গাই ফিচার, ব্রেন্ডেন কুকার এবং স্টিভ ফিলিপ কে নিয়ে গঠন করেন The Notting Hillbillies
স্টিভ ফিলিপ, মার্ক নফ্লার, গাই ফিচার, ব্রেন্ডেন কুকার
১৯৯১ সালে বের হয় On Every Street এলবামটি।
1. "Calling Elvis" – 6:26
2. "On Every Street" – 5:04
3. "When It Comes to You" – 5:01
4. "Fade to Black" – 3:50
5. "The Bug" – 4:16
6. "You and Your Friend" – 5:59
7. "Heavy Fuel" – 5:10
8. "Iron Hand" – 3:09
9. "Ticket to Heaven" – 4:25
10. "My Parties" – 5:33
11. "Planet of New Orleans" – 7:48
12. "How Long" – 3:49
তাদের উল্লেখযোগ্য লাইভ এলবামগুলো হলোঃ
১)এলকেমি
২)ওন দি নাইট
এছাড়াও মার্কের সলো এলবাম গুলো হলো
# Neck and Neck (with Chet Atkins) (1990)
# The Booze Brothers (with Brewers Droop) (1973/1989)
# All the Roadrunning (with Emmylou Harris, April 2006)
# Real Live Roadrunning (with Emmylou Harris, November 2006)
মার্কের প্রিয় গীটার
#Pensa Custom MKII
#Fender Stratocasters
#Fender 1952 Telecaster
#Gibson Les Pauls
#Danelectro 59-DCs
ব্যাক্তিগত জিবনে মার্ক তিনবার বিয়ে করেন প্রথম স্ত্রী স্কুল জীবনে মেয়ে বান্ধবী ক্যাথি হোয়াইট এরপর লন্ডনে গিয়ে কে
মার্ক এবং কিটি এলড্রীজ
পছন্দ হয় এবং জীবন সাথী করে নেন। এর পর কিটি এলড্রীজকে বিয়ে করেন।
পিকচার গ্যালারীঃ
মার্কের প্রিয় গীটার
দ্বিতীয় স্ত্রী লুর্ড স্যালমন সাথে
বন্ধু ফিল কলিন্সের সাথে
শচীন টেন্ডুলকারের সাথে
স্টীং এবং এরিক্ল্যাপ্টনের সাথে
ইটালীতে এমিইল্যু হ্যারিসের সাথে ডাউললোড করুন গান গুলো
বব ডিলানের সাথে
ভিডিও গ্যালারী
Mark Knopfler & Eric Clapton - Sultan of Swing
Bob Dylan and Mark Knopfler and Band
Dire Straits - Brothers In Arms LIVE (On the Night, 1993) HD
====================================
ফেইসবুক লিংক
======================================
আমার আরো কিছু লিখাঃ
এয়ার সাপ্লাই
ইউরোপ
সামান্থাফক্স
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫২