******************************************************
তথ্যপ্রমান ঘেটে আনুষ্ঠানিক ইতিহাস থেকে নিচের কালক্রমটি পাওয়া যায়:
× ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতের পর থেকে ২৬ মার্চ ভোরের কোনো এক সময়ের মধ্যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার একটি ঘোষণাপত্র লিখেছিলেন।
× ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট থেকে শেখ মুজিবুর রহমানের ঘোষণাপত্রটি সম্প্রচার করা হয়। তবে খুব কম মানুষই সম্প্রচারিত ঘোষণাটি শুনতে পেয়েছিল।
× ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭ মার্চ কালুরঘাট থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে একটি ঘোষণা পাঠ করেন। ওই ঘোষণা বিদেশি সংবাদমাধ্যমগুলো শুনতে পেয়েছিল এবং বিশ্ব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ব্যাপারে জানতে পারে।
***********************************************************
আমেরিকান বিভিন্ন এজেন্সী বঙ্গবন্ধুর ঘোষনার কথা ১৯৭১ সালের মার্চ/এপ্রিল মাসেই উল্লেখ করেছিল। তাদের কয়েকটির নাম উল্লেখ করা হল রিপোর্টিং ডেইটসহ: সূত্র: এন ওয়াই বাংলা
১. আমেরিকান ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সী (২৬শে মার্চ, ১৯৭১)
২. আমেরিকান ডিপার্টমেন্ট অব স্টেইট টেলিগ্রাম (৩১শে মার্চ, ১৯৭১)
৩. আমেরিকান সিনেট রিপোর্ট (জুলাই ২৭, ১৯৭১)
৪. নিউ ইয়র্ক টাইমস (২৭শে মার্চ, ১৯৭১)
৫. ওয়াল স্ট্রীট জার্নাল (২৯শে মার্চ, ১৯৭১)
৬. টাইম, নিউজউইক (৫ই এপ্রিল, ১৯৭১)
৭. বাল্টিমোর সান (৪ই এপ্রিল, ১৯৭১)
৮. আমেরিকান ডিপার্টমেন্ট অব স্টেইট- রিসার্চ স্টাডি (ফেব্রুয়ারী ২,১৯৭২)
যাই হোক.... একটা লিস্ট বানাই কেমন যেখানে এই প্রসংগের সব অনলাইন লিংক থাকবে। আমি আমার সংগ্রহের গুলো দিচ্ছি।
১. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা
মাশুকুর রহমান ও মাহবুবুর রহমান জালাল
২. ডেইলী স্টার: Swadhin Bangla Betar Kendro and Bangladesh's Declaration of Independence
৩. ই-বাংলাদেশ: march-26-1971-declaration-of-independence
৪. Swadhin Bangla Betar Kendro - The story of March 26,1971
৫. মুক্তমনা ১: The Declaration Of Independence On 26th March, 1971
মুক্তমনা ২: স্বাধীনতার ঘোষক নিয়ে আর কত বিতর্ক ?
৬. এনওয়াই বাংলা: স্বাধীনতা ঘোষনা
৭. আতিউর রহমান: জনকন্ঠ কলাম
৮. ড্রাম থিওরী
৯. বেলাল মোহাম্মদ: কালুরঘাটের শুক্কুর মিয়া ভাই
১০. একটি অনলাইন জার্নাল সদালাপে এই প্রসংগে অনানুস্ঠানিক বিতর্ক অনুস্ঠিত হয়েছিল, সেখানকার কয়েকটি লিংক-
আদিল মাহমুদ
ক: স্বাধীনতার ঘোষনা বিতর্ক – মীর শওকত আলীর বক্তব্য
খ: মোস্তফা কামাল সাহেবের প্রশ্নের জবাব ও ইতিহাস বিকৃতির ইতিহাস
গ: নির্ভেজাল অডিও রেকর্ড বনাম ভেজাল সাক্ষ্য প্রমান
তন্ময় দেবনাথ
স্বাধীনতা ঘোষনার তারিখ.. (১) , (২) , (৩)
ফয়সাল:
ক: দয়া করে তথ্য বিকৃতি করবেন না
খ: ধরনী দ্বিধা হও
গ: হাস্যকর অদ্ভুতুড়ে যুক্তি
১১. সমকাল - ১লা এপ্রিল
১২. প্রথম আলো:
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন- বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন
এপ্রিল ১, ২০০৯
১৩. ইত্তেফাক:
ধসে পড়লো মিথ্যার প্রাসাদ
খোন্দকার ইব্রাহিম খালেদ
[লেখক: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর]
জুলাই০১, ২০০৯