প্রেম বা বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে তাহলে ছলনাই ভালো কৌশল? নতুন এক গবেষণা বলছে, পুরোনো চাল ভাতে বাড়ার মতো পুরোনো দিনের ময়মুরব্বিদের ওই পরামর্শই এনে দিতে পারে সাফল্য। গবেষণায় বলা হয়েছে, ইচ্ছা করে লাজুক হওয়ার ভাব করা বা ক্ষণে ক্ষণে মন বদলানো হতে পারে কাঙ্ক্ষিত মানুষটির প্রেমের জোর পরীক্ষা করার ভালো উপায়। নারী বা পুরুষ উভয়ের জন্যই তা সত্যি। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি এবং সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির গবেষকেরা এ গবেষণাটি পরিচালনা করেন। এ গবেষণার বিষয়ে একটি নিবন্ধ সম্প্রতি প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান জার্নাল অব পারসোনালিটিতে। প্রায় এক হাজার ৫০০ নারী-পুরুষকে এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। দেখা গেছে, অনেক নারী-পুরুষ নিজেদের পছন্দমতো সঙ্গী খুঁজে নিতে প্রায় ৫৮টি কৌশল অবলম্বন করেন।
দেখা যায়, আত্মপ্রত্যয় দেখানো এবং শারীরিক সম্পর্ককে দূরে রাখার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে ব্যবহূত হয়েছে। নারীদের ব্যবহূত কৌশলগুলোর মধ্যে রয়েছে: আঘাত দিয়ে তিক্ত মন্তব্য করা, শারীরিক সম্পর্ক এড়িয়ে যাওয়া, ব্যস্ততা দেখানো, অন্য কারও সঙ্গে প্রেমের ভান করা, ফোন কেটে দেওয়া, প্রথম দিকে গা-ছাড়া ভাব দেখানো ইত্যাদি। অন্যদিকে পুরুষদের কৌশলের সংখ্যা বেশ কম। তাঁরা রুক্ষ আচরণ, সবকিছু ঠিকঠাক থাকলেও অনীহা প্রকাশ করা, অবজ্ঞা করাকে কৌশল হিসেবে বেছে নেন। গবেষকেরা বলছেন, পুরুষের চেয়ে নারীরা বেশি কৌশলের আশ্রয় নেন, কারণ সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে স্পষ্ট ধারণা পেতে নারীরা বেশি আগ্রহী। বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার আশঙ্কার বিষয়টি মাথায় রেখে নারীরা ভালো পুরুষকে সঙ্গী হিসেবে বেছে নিতে আগ্রহী হন। দ্য ইনডিপেন্ডেন্ট।