“…Yes, today we are going to talk about Pulp fiction… … … yes, this movie is made by brother Tarantino. He is one of the great Christian filmmaker and I’ve heard he has won some prizes…”
রেজা মেশঘালি, চোর সমাজে The Lizard হিসেবে একনামে পরিচিত। খালি হাতে দেয়াল বেঁয়ে উঠতে পারার দক্ষতার জন্য এই নামকরণ। একরাতে পালানোর সময় পুলিশের হাতে ধরা পরে রেজা। জেল হাজতে থাকার কোন ইচ্ছা নেই তার। সুযোগ পেয়েই মৌলভীর ছদ্দবেশে জেল থেকে পালায়। তারপর দেশত্যাগের উদ্দেশ্যে সীমান্তবর্তী এক গ্রামের মসজিদে মৌলভীর ছদ্দবেশেই বসবাস শুরু করল। হাতে পাসপোর্ট আসলেই দেশ ছাড়ার প্রতীক্ষায় দিন কাটাতে থাকে রেজা।
একদিন আগেও চুরি ছিল যার পেশা, যিনি জানত না কোন ওয়াক্তে কত রাকাত নামাজ... পরের দিনই সে ইমাম হয়ে নামাজ পড়ানো শুরু করল। যেই মসজিদ নামাজের সময় ফাকা থাকত... রেজার ধর্মীয় বয়ান শুনে সেই মসজিদ ভরে যেতে লাগল। কিভাবে? শুধুমাত্র পোশাক আর নিজের বক্তব্য প্রকাশের দক্ষতার কারণে।
২০০৪ সালে ইরানে মুক্তি পায় The Lizard মুভিটি। পরিচালনায় কামাল তাব্রিজি। (তার আগের কোন ছবি দেখি নি)। মুভিতে সহজ, সাবলীল গল্প আর অভিনয়ের মাধ্যমে এক ভন্ড ধার্মীকের কার্যকলাপ দেখানো হয়েছে। রেজা চরিত্রটি করেছেন পারভেজ পারাসটি। শুধু লেবাস দেখে আমরা কত সহজেই একজন অপরিচিত ব্যাক্তিকে কাছে টেনে নি, তার উদ্দেশ্য কি, সে মুখে যা বলছে আসলেই কি তা বিশ্বাস করে কিনা সেটা জানার চেষ্টা করি না। আবার একশ্রেণীর লোক আছে যারা এই লেবাসধারী ব্যাক্তিদের ভাংগিয়ে নিজেদের স্বার্থ্য উদ্ধার করে। সারকাজমের মাধ্যমে এই বিষয়ের উপরেই পরিচালক বেশি জোর দিয়েছেন।
“You can’t force people into heaven, my brother. You are pushing so hard that they might fall off the other side into the hell.” মুভির হাস্যরসাত্মক কথোপকথন থেকে ইসলাম নিয়ে আরেকবার ভাবার ইচ্ছা জাগবে। তবে কিছু কিছু ব্যাপার হয়তো ভালো নাও লাগতে পারে।
এক নজরে The Lizard (Marmoulak)
Country: Iran
Director: Kamal Tabrizi
Genre: Comedy, Drama
IMDB: লিংক
Download: লিংক
মুভিটি মাত্র দুই সপ্তাহ চলার পর হল থেকে সরিয়ে নেয়া হয়। কেন সেটা বলার দরকার নেই। তবে এই দুই সপ্তাহই বক্স অফিস হিট করার জন্য যথেষ্ট।
সবদেশেই ভন্ড রয়েছে। এমনকি আমাদের চারপাশেই তারা আছে। শুধুমাত্র ধর্মীয় লেবাস ধারন করেই তারা নিজেদের স্বার্থ্য উদ্ধারে ব্যস্ত থাকে। পোশাক যে বিশ্বাসের ভিত্তি নয়, আমরাও সেটা ভুলে যাই। প্রায় একযুগ আগের ইরানের ধর্মীয় এবং সামাজিক জীবন ব্যবস্থার সাথে আমাদের বর্তমান ধর্মীয় এবং সামাজিক জীবন ব্যবস্থার তুলনা করে আর কি হবে। তারচেয়ে লালশালু দেখি।
“There is no one in this world who doesn't have a path to reach God.” শুভ রাত্রি।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৬ রাত ১:৫৭