১১ সেপ্টেম্বর, ২০১১, সানফ্রান্সিস্কো।
AAO-HNSF 2011 Annual Meeting & OTO EXPO এর উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সহস্রাধিক নাক কান গলা বিশেষজ্ঞ। অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত স্যারও ছিলেন সেখানে। এমন একটি গতানুগতিক গুরুগম্ভির মিটিঙে আনট্রেডিশনাল ভাবে বক্তব্য রাখলেন Children of a lesser God (1986) মুভির অভিনেত্রী মার্লি ম্যাটলিন। স্যারের একটি লেখা থেকেই ই,এন,টি ডাক্তারদের সম্মেলনে একজন অভিনেত্রীর বক্তব্য দেয়ার কারণ জানতে পারি। মার্লি ম্যাটলিন হলেন সবচেয়ে কম বয়স্ক এবং জন্মগত ভাবে বোবা ও বধীর ব্যাক্তি যিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর একাডেমিক পুরস্কার লাভ করেন।
Children of a Lesser God (1986)
Genre: Drama, Romance
Director: Randa Haines
Stars: William Hurt, Marlee Matlin
IMDB rating: 7.2
MPAA: “R”
Children of a lesser God সিনেমায় আমরা দেখা পাব সারাহ নরমেনের। জন্মথেকে বোবা ও বধীর এক নারী। অত্যন্ত মেধাবী হয়েও লেখা পড়া ছেড়ে দিয়ে স্কুলের পরিচ্ছন্নতা কর্মীর চাকরি করে। একদিন স্কুলে যোগ দিলেন অভিজ্ঞ স্পিচ-থেরাপিস্ট জেমস লিড। প্রিন্সিপালের ভাষায় ট্রাবল মেকার সারাহ’র সাইন প্রতিভা দেখে তাকে কথা বলা শেখাতে চাইলেন জেমস।
টিন-এজ বয়সের কিছু ঘটনার কারনে কথা বলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সারাহ। সে চায় অন্যরা সাইন শিখে তার সাথে কথা বলুক। সময়ের তালে তালে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় সারাহ এবং জেমস। প্রেম, ভালোবাসা, বিরহ সব মিলিয়ে একজন বধীর ও বোবা হিসেবে সারাহ নরমেনের ব্যক্তি আর পারিবারিক জীবনের গল্পই হল Children of a lesser God.
সারাহ নরমেন আর জেমস লিড চরিত্রে অভিনয় করেছেন মার্লি ম্যাটলিন এবং উইলিয়াম হার্ট। উইলিয়াম হার্টের যৌবনকালের মুভি আগে দেখি নি। ‘৮৫তে kiss of the spider waman এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার পান। ’৮৬তে Children... এর জন্য মনোনয়ন পান তবে পুরস্কার না জুটলেও স্টেজে উঠে সহঅভিনেত্রী মার্লি ম্যাটলিনের হাতে পুরস্কার তুলে দেন।
(Children of a lesser god মুভিতে মার্লি ম্যাটলিন)
(বর্তমানে মার্লি ম্যাটলিন)
মার্লি ম্যাটলিন, জন্মের তিন মাস বয়স থেকে বধীর ও বোবা। তারপরও সাত বছর বয়স থেকে নিয়মিত অভিনয় করছেন। শুধু তার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে এই মুভিটি দেখে শেষ করতে পারবেন। তিনি চতুর্থ অভিনেত্রী যিনি তার প্রথম মুভিতেই একাডেমিক পুরস্কার অর্জন করেন। তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর। শুধু কথা বলতে না পারার কারনেই সেরাদের সাথে পাল্লায় পিছিয়ে পড়েন। বড় পর্দায় খুব বেশি পরিচিত না হলেও বিভিন্ন টিভি সিরিজে নিয়মিত পারফর্ম করছেন মার্লি ম্যাটলিন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েটদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতা ইউটিউবে আছে। সময় পেলে দেখতে পারেন।
মুভির গল্পকার এবং পরিচালক সম্পর্কে কিছু কথা বলতে হয়। নাট্টকার মার্ক মেডফ একই নামে নাটক লেখেন। বধীর অভিনেত্রী ফাইলিস ফ্রেলিচ (Phyllis Frelich) এর জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই নাটকের কাহিনী সাজান মার্ক মেডফ। বৃটিশ কবি আলফ্রেড টেনিসনের একটি কবিতা থেকে এর নামকরণ করেন। নাটকে সারাহ চরিত্রে ফাইলিস ফ্রেলিচ নিজেই অভিনয় করেন।
পরিচালক হিসেবে র্যান্ডা হেইন্স এর ক্যারিয়ারে Children of a lesser God একটি মাইলফলক। কারণ Children... এর আগে কোন নারী পরিচলকের মুভি একডেমিক এওয়ার্ডের বেস্ট পিকচার ক্যাটাগরিতে নমিনেশন পায় নি। শেষ পর্যন্ত পাঁচটি ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও শুধু ম্যাটলিনই পুরস্কার পান।
ভালোবাসার ভাষা আসলেই আলাদা। এই আলাদা কিছুর সন্ধান পেতে চাইলে দেখতে পারেন Children of a lesser God (1986)
ডাউনলোড লিঙ্ক খুজে পাইনি। অনলাইন স্ট্রিমিং সাইট থেকে আইডিএম দিয়ে নামিয়ে দেখেছি।
* AAO-HNSF: American Academy of Otolaryngology & Head Neck Syrgery foundation