দৌড় দে, দৌড় দে
সময় থাকতে দৌড় দে
মাথায় একটা গামছা বাইন্ধা যেমনে পারস দৌড় দে
জীবনডারে বাজী রাইখা ঘোড়ার মত দৌড় দে
ধরতে পারলে খবর আছে, মা-মা কইয়া দৌড় দে......
অমিত আশরাফের 'উধাও' (২০১৩) দেখার পর থেকেই এর সাউন্ডট্র্যাকের ব্যাপারে আগ্রাহী ছিলাম। সমসাময়িক অন্য মুভির ব্যাকগ্রাউন্ড স্কোরের চেয়ে অনেক ভালো একটি প্রয়াস ছিল । এখানে দেশীয় আর পশ্চিমা বাদ্যযন্ত্রের আনুপাতিক ব্যবহার ঘটিয়েছেন কম্পোজার জ্যাকব ইয়াফি (Jacob Yoffee)। হলিউডের মুভির অনুভূতি আনার জন্য বাংলাদেশী এবং লস এঞ্জেলস এর শিল্পীদের নিয়ে তবলা, সেতার, ভায়োলিন, বাঁশি, গিটারের এক অপূর্ব সমাবেশ, যেখানে আছে আবহমান বাংলার সুরের সাথে ওয়াইল্ড ওয়েস্টের ছোঁয়া।
মোট ৭ টি ট্র্যাক রয়েছে- Politics, The kidnapping, Dour de, Disaster in Dhaka, Journey home, The Runaway Theme, Fishing. ৭ টি ট্র্যাকের মোট সময় ১৭ মিনিট।
এছাড়াও Western Theme Idea’র নামে ৫টি ট্র্যাক আছে।
এটি বাংলাদেশের প্রথম মুভি যার স্কোরে র্যাপ মিউজিক ব্যবহার করা হয়। ‘দৌড় দে’ ট্র্যাক টি লস এঞ্জেলস এর ব্যান্ড ‘Future People’ এর সাথে র্যাপ গায়ক ফকির লাল মিয়ার গাওয়া। ফকির লাল মিয়াকে অনেকেই ‘বিচার চাই’ ট্র্যাকটির জন্য চিনে থাকবেন।
মুভির মিউজিক ডিপার্টমেন্টঃ
Robert Casal - composer: additional music/conductor/orchestrator
Future People – Musician
Adam Schmidt – Music Score Mixer (works at Remote Control, which is Hans Zimmer’s studio. Hans Zimmer’s first assistant)
Jacob Yoffee – Conductor/ Orchestrator.
সাউন্ডক্লাউডে সবগুলো ট্র্যাক আপলোড করা আছে।
সাউন্ডক্লাউড
রেকর্ডিং চলাকালের ভিডিওঃ ইউটিউব