এন্নো মরিকোন ইতালিয় কম্পোজার, যিনি সুর দিয়েছেন প্রায় ৫০০ সিনেমা আর টিভি সিরিজে। বিখ্যাত হয়ে আছেন সার্গেও লেওনের the good, the bad and the ugly, for a few dollars more, fistful of dollars, once upon a time in west সিনেমাতে সুর দিয়ে।
২০০৭ সালে ইতালির সান মার্কো স্কয়ারে "Peace note" concert এ এন্নো মরিকোন পরিচালনা করেন রোমা সিনফনিয়েটা আর্কেস্ট্রা (Roma Sinfonietta Orchestra)। এই Concert-এ মোট ২৬টি ট্র্যাক পারফর্ম করেন।
Concert শুরু করেন ভায়োলিনের সুরে Tre Adagi : Deborah's Theme, Addio Monti, Vatel দিয়ে।
1.Deborah's Theme ঃ রবার্ট ডি নিরো অভিনীত সার্গেও লেওন পরিচালিত Once Upon a Time in America (১৯৬৮) সিনেমার থিম।
2.Addio Montiঃ আলেসান্দ্রো মাঞ্জনির ঐতিহাসিক উপন্যাস "Betrothed" নিয়ে ১৯৮৯ সালের টিভি মিনিসিরিজের ট্র্যাক।
3.Vatel
Scattered Sheet:
Concert এর এই পর্বে পরিবেশন করেন ৫টি ট্র্যাক।
4.h2s ঃ এন্নো মরিকোনের মাস্টারপিস। Roberto Faenza পরিচালিত H2S ছবিটি শুধু ইতালীতে মুক্তি পায় ১৯৭১ সালে এবং আইনি জটিলতার কারণে সিনেমাটি ব্যান করা হয়।
5. The Sicilian Clan Theme : বাঁশি দিয়ে শুরু করে ধীরে ধীরে গিটার, বাসুন (bassoon), দিয়ে একই সুরকে ভিন্ন ভাবে পরিবেশন করেন। সাথে ভেনিসের নয়নাভিরাম কিছু দৃশ্য। The Sicilian Clan ১৯৬৯ সালের ফ্রেঞ্চ ক্রাইম ফিম্ল, পরিচালনা করেন হেনরি ভেরনেউল (Henri Verneuil)।
6. Love Circle : Metti una sera a cena aka Love cirrcle (1969)সিনেমার ট্র্যাক।
7.Uno Che Grida Amoreঃ এটিও Love cirrcle এর ট্র্যাক।
8. Maddalena ঃ Jerzy Kawalerowicz পরিচালিত Maddalena (1971) সিনেমার Come maddalena এবং Chi Mai এন্নো মরিকোনের বিখ্যাত সুর। Come maddalena ট্র্যাকে হার্প, কীবোর্ড, ট্রাম্পেট আর ভায়োলিনের সাথে কন্ঠ দেন সুজান রিগাসি (Susanna Rigacci)।
9, 10, 11, 12 ট্র্যাকগুলো হল এন্নো মরিকোনের সর্বশ্রেষ্ঠ কীর্তি।
The Modernity of Myth in Sergio Leone Cinema:
The good, the bad and ugly ,
Once upon a time in west,
Fistful of dynamites
Ecstasy of gold
যারা সিনেমা দেখেন, ইন্সট্রুমেন্টাল শুনেন এই ট্র্যাকগুলা তাদের কাছে খুবই পরিচিত। ইন্সট্রুমেন্টের সাথে সুজান রিগাসির কন্ঠ আর কোরাস !!! মাথা খারাপ করা জিনিস। সিনেমা গুলোর অরিজিনাল ট্র্যাকে কন্ঠদেন ইডা ডেল অরসো (Edda Dell'Orso)।
এবারের ট্র্যাক লিস্টের নাম ঃ Social Cinema:
যদিও বলছে Social Cinema কিন্তু প্রথম ট্র্যাক হল The Battle of Algiers এর। ড্রাম আর ট্রাম্পেটের তালে তালে বেজে ওঠে যুদ্ধের দামামা।
14.Investigation of a Citizen Above Suspicion
15.A Brisa do Coração (from According to Peireira/Sostiene Pereira)ঃ আমার আরেকটি প্রিয় ট্র্যাক।
16.The Working Class Goes to Heaven
17.Casualties of Warঃ মাইকেল যে. ফক্স এবং শন পেন অভিনীত ভিয়েতনাম যুদ্ধের একটি সত্য ঘটনা নিয়ে সিনেমাটি পরিচালনা করেন ব্রায়ান ডি পামা (Brian De Palma)। ট্র্যাকের প্রথমে ইন্সট্রুমেন্ট ব্যবহার করে শেষে কোরাস এর মিশ্রনে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেন।
18.Abolisson (from Burn/Queimada) ঃ Gillo Pontecorvo'র সিনেমা।
Tragic, Lyric and Epic Cinema: Concert-এর শেষ অংশ।
19.The Desert of the Tartars: প্রত্যন্ত এলাকায় এক গ্যরিসন সৈন্যের তাতারদের আক্রমনের অপেক্ষা করার করুন সুর, পরিচলনা করেছেন ভালেরিও জুরলিনি (Valerio Zurlini) ।
20.Richard III ঃ শেক্সপিয়রের লেখা নাটক আবলম্বনে ১৯১২ সালের নির্বাক ছবি The Life and Death of Richard III এর কম্পোজিশন নিয়ে ট্রাম্পেটের সুর "Symphony for Richard III by Ennio Morricone" এলবামের।
21.The Desert of the Tartars - Reprise।
ট্র্যাক 22, 23, 24 The Mission (1986) সিনেমা থেকে নেয়া হয়েছে। 22.Gabriel's Oboeঃ Oboe একপ্রকার বাঁশি, গ্যাব্রিয়েল উপজাতিদের গ্রামে ধর্ম প্রচারে যেয়ে এই বাঁশি বাজানো শুরু করলে উপজাতিরা একমনে শুনতে থাকে।
23. Falls
24.On Earth as It Is In Heaven ঃ সব মিলিয়ে একটা ক্লাইমেক্সের ট্র্যাক। এই ট্র্যাক শেষ হওয়ার পর দর্শকরা ১ঃ৩০ মিনিট হাততালি দেয়।
25.Cinema Paradiso: গুইসেপ্প টরনাটরের (Giuseppe Tornatore) ১৯৮৮ সালের সিনেমা। অসাধারণ সিনেমার সাথে অসাধারণ সাউন্ডট্র্যাক।
সর্বশেষ ট্র্যাক Here's to You, গিউলিয়ানো মন্টাল্ডোর (Giuliano Montaldo) ১৯৭১ সালের Sacco and Vanzetti সিনেমার।
Here's to you Nicola and Bart
Rest forever here in our hearts
The last and final moments is yours
Agony is your triumph. এই চারটা লাইনই ১০ বার কোরাস গাওয়া হয়।
গানের কথা দিয়েছেন জোয়ান বায়েজ। Bartolomeo Vanzetti এর লেখা চিঠি "Father, yes, I am a prisoner / Fear not to relay my crime" থেকে অনুপ্রানিত হয়ে বায়েজ এই গানটি লেখেন।
Peace Notes ডাউনলোড লিংকঃ
HD rip, 2.18 Gb
ইউটিউব প্লে-লিস্ট
জোয়ান বায়েজের Here's to you
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১২ রাত ২:৫৫