ছোটবেলায় নববর্ষে (ইংরেজী এবং বাংলা) বন্ধুবান্ধবদের খেতাব বা উপাধি দেয়ার একটা প্রচলন ছিল। এখন যারা বয়সে তরুন তারাও নিশ্চয়ই এটা করে থাকেন। ব্লগে এটা সেরকম ভাবে চোখে পড়েনি। আমি কয়েকজন ব্লগারের ২০১০ সালের সম্ভাব্য খেতাব / উপাধি দিলাম। আপনারাও দিন। মূল পোষ্টে আপনাদের গুলো যোগ করে দিব।
এটা নিতান্তই ফান পোষ্ট
----------------------------------------------------------------------------
আরিল - আসেন বাঁধ ভাঙ্গি (কুমির সামলাবে মডুরা)
জানা - ব্যান মোবারক
কালপূরুষ - চির তরুন
লীনা দিলরুবা - শেয়ার ব্যবসায়ী কবি
কৌশিক - আমি যে কি সেইটা কেবল আমিই জানি
শয়তান - আমি একজন ভাল শয়তান
রাসেল (......) - একজন সভ্য মানুষ
পল্লী বাউল - মন(পোড়া) বাউল
মনপুরা - পল্লী বাউল ভাইজানটা আসলে কে ?
শামসির - হারানো পাঁজরের হাড্ডি'র খোঁজে
রাতমজুর - জ্যাডা
আবদুল্লাহ আল মনসুর - যাও পাখি বল তারে ...
আইরিন সুলতানা - একজন অ+পামর
ফিউশন ফাইভ - কনফিউশন
স্বপ্নজয় - ব্যাচেলর বাবা
চিকনমিয়া - আসলে কিঞ্চিত মোটা
অমাবষ্যার চাঁদ + ভোরের তারা - পারফেক্ট কাপল /
মিলটন - সমঝদার বাস যাত্রী
দূর্ভাষী - ট্যুর স্পেশালিষ্ট
জুলভার্ন - তথ্য ভান্ডার
বুমবুম - সুন্দরীদের লিপ(টিথ)ষ্টিক আবিস্কারক
জেরী - ঢঙ্গি মাইয়া / কান্না দিদিমনি
ফারহান দাউদ - কর্কশ সুরে সত্য কথা
সোহায়লা রিদওয়ান - মানুষ মানুষের জন্য
আজমান আন্দালিব - শিশুদের জন্য সুশিক্ষা
ম্যাভেরিক - গণিতকাব্যের কবি
রাগিব - বাংলা তথ্য বিশ্বময়
নাফিস ইফতেখার - বর্ন জিনিয়াস
লেনিন - টেকি দ্যা গ্রেট
বাবুনি-সুপ্তি - নানা রঙের দিনগুলি
সাদা-কালো-ধূসর - ছন্দ নেই, অর্থ নেই
হাসান মাহবুব - মন্তব্যের রাজা (খাইছে ধরা)
সৌম্য -- যাবে নাকি পাহাড়ে
ইমন জুবাইর - ইতিহাসবিদ
এস.কে. ফয়সাল - পার্লার ম্যান
একলব্যের পূর্নজন্ম - নো কমেন্ট
সাদা মনের মানুষ - পথিক
ফারা তন্বী - জানালার ওপাশে জোছনা
নিল আকাশের দুঃখ - সব মায়েরা ভাল থাকুক
পাথুরে - নিভৃত অনুভূতি
অপ্সরা - আপুটা-ভাইয়াটা
নুশেরা - ম্যাডাম
রোহান - এক বাচ্চার বাপ
তারেফ আহমাদ - বেইল ছাড়া ব্লগার
তাজা কলম - প্রফেশনাল লেখক থেকে এমেচার ব্লগার
আনহা - আলোর পথের যাত্রী
শাওন৩৫০৪ - আড্ডা দিতে ভাল লাগে
মমমম১২ - কম্পুতে ভালবাসা
রুদমী - আমি লিখতে পারি না
রাজসোহান - স্ট্রবেরি খান
ডেলফ - বোকা ও ভাল মানুষ
মেঘ বলেছে যাব যাব - আবার এসেছি ফিরে
...................
ক্যামেরাম্যান - মিচকা শয়তান (শয়তান মাইন্ড না খাইলেই হয়)