নেতাগণ ঠিকই বুঝে ছাত্রই বল
বোকা, পাঠা, আধা ন্যাটা, আবেগের ঝুলি;
বুবু, ম্যাম পেছনেতে কপচায় বুলি
মার্ মার্ ,কাট্ কাট্, দে ধরে মার;
ছাত্রই করে নাকি দেশ উদ্ধার
গোদা কিছু, ঘোরে পিছু- নেতাদের তরে;
মিছিলেতে আবুল আর বাবুলেরা মরে
চাঁদাবাজি, টেন্ডার চলে ভাগাভাগি
আধবুড়া ব্যাটাগুলি আজীবন ত্যাগী
'বকে দিবো'- 'অভিমান' খুব জমে নাটকে;
শ্লীলহানী প্রতিবাদে আটকায় ফাটকে
প্রতিবার ভোট হয়, বদলায় নেতা;
হল দখলের চলে, নয়া নয়া ক্যাতা
কেউ কেউ দাড়ি- টুপি, শিখে বোমাবাজি,
মগজ ধোলাই চোটে, জান দিতে রাজী
ছাত্রের নীতিহীন এই রাজনীতি;
গোদাদের ঠিকই থাকে তলে তলে প্রীতি
চোরকাঁটা বলে, "ওরে, মন দিয়ে পড়্
রাজনীতি ছেড়ে দিয়ে, প্রজানীতি ধর্!"
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৮