২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধের ১১তম দিনে রাজধানীর গুলিস্তানে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বত্তরা।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলিস্তান মোড়ে ওই লেগুনায় আগুন দেয়া হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাজধানীর তেজগাঁওয়ের শিল্পাঞ্চল এলাকায় বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার বজল সরকার অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোন হতাহত নেই। পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এছাড়া রাজধানীতে ধানমন্ডি এলাকায় পৃথক দুটি স্থানে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার মোহাম্মদ আলী জানান, ধানমন্ডি ২ নম্বর রোডে আসিয়ান পরিবহনের একটি স্টাফ বাসসহ বঙ্গভবনের পশ্চিম পাশে পার্কের সামনে একটি যাত্রীবাহী লেগুনাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
তিনি জানান, এ সময় দুটি গাড়ির কোনটিতেই কেউ আহত হয়নি।
অপরদিকে রাজধানীর রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেনতুন সময়