বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও বৃহস্পতিবারের হরতালকে সামনে রেখে রাজধানীর পৃথক স্থানে সাতটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গুলিস্তান কমপ্লেক্সের সামনে দুপুর ১টার দিকে বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, দুপুরে ধানমন্ডিতে একটি পাজারো গাড়ি ও একটি প্রাইভেটকার এবং ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে একুশে পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আসাদগেট আড়ং এর সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া নীলক্ষেত মোড় ও আজিমপুরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরমধ্যে নিউ পরিবহন নামে একটি বাস রয়েছে। ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে, রাজধানীর পুরানা পল্টন মোড়ে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এর মিনিট দুয়েক পর আরও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সন্ধ্যার পর বাড্ডা লিংক রোডে ৮টি, এলিফ্যান্ট রোডে ২টি ও সকালে আসাদ গেটে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়
নতুন সময়