আর পারছিনা... সারাক্ষন ভয় পেয়ে পেয়ে, জীবন টাকে হাতের মুঠোয় নিয়ে আর কত ? গত কয়েক দিনে আমার বয়স বেড়ে গিয়েছে দশ বছর। যতক্ষন বাইরে থাকি, এক একটা ঘন্টা যেন এক একটা মাস... এই বুঝি গায়ের উপর বোমা পড়লো, এই বুঝি ককটেলের আঘাতে পরকালে পাড়ি জমালাম। মিনিটে মিনিটে ফোন করে খোজ নেয় মা, বাবা। বৌটা ফোন দিলেই একই কথা- সাবধানে থেকো। কি করে সাবধানে থাকবো ? নিরাপত্তার মিনিমাম ছায়াটুকুও তো দিচ্ছে না রাজনীতি নামের বৃক্ষ।
আজকে আমার সামনে ককটেলের আঘাতে পা হারালো এক রিক্সাওয়ালা। সংসার চালানোর একমাত্র যন্ত্রটা তার বিকল হয়ে গেলো রাজনৈতিক প্রতিহিংসার আঘাতে। বোমাটা সামনের রিক্সায় না পড়ে আমার রিক্সাতেও পড়তে পারতো। হয়তো এতক্ষনে আমার রক্তাত্ব দেহ নিয়ে বাকরুদ্ধ হয়ে বসে থাকতো মা, চোখের জল ফেলতে ফেলতে হয়তো পাগল হয়ে যেত বৌটা। কল্পনা হলেও এই ঘটনা অবাস্তব কিছু তো নয়। এই রকম হতে পারে আমাদের যে কারো সাথে, যে কোন সময়ে। আমাদের কি কিছুই করার নেই ? ককটেল আর আগুনের রুপ এখন এক একটা প্রতিকী শিশ্ন, রেপ করে চলেছে আমাকে, আমার পরিবার কে, আমার মা কে, আমার দেশ কে। ইশ্বর আর উন্নত বিশ্ব এক হয়ে চোখ ফিরিয়ে নিয়েছে ফকিরা এই দেশ থেকে। আমাদের গর্বের যায়গাটা কেউ যেন ভেঙ্গে চূর্ন বিচুর্ন করে দিলো।
কেউ কি থামাতে পারেনা আমাদের এইসব মহান রাজনীতিবিদদের আন্দোলন নামের প্রহসন ?
জানিনা, কি হবে। একটা পিটিশন রেডি করা আছে। আসুন সাইন করি। বিশ্ববাসীকে একটু বুঝতে দেই আমাদের অবস্থা। খড়কুটা আকড়ে ধরা ছাড়া আর কিইবা করার আছে।
কেউ কি থামাতে পারেনা আমাদের এইসব মহান রাজনীতিবিদদের আন্দোলন নামের প্রহসন ?
জানিনা, কি হবে। একটা পিটিশন রেডি করা আছে। আসুন সাইন করি। বিশ্ববাসীকে একটু বুঝতে দেই আমাদের অবস্থা। খড়কুটা আকড়ে ধরা ছাড়া আর কিইবা করার আছে। এর আগেও অনেকবার ব্লগ বা ফেসবুক থেকে নেটে বিভিন্ন পিটিশন তৈরি করা হয়েছিলো। কখনো কখনো ইস্যুগুলো হারিয়ে গেছে বানের জলে, আবার কখনো সামুর "যুদ্ধপরাধীদের বিচার চাই" পিটিশনের মত ইতিহাসে নাম লিখিয়েছে। জানিনা এবার কি হবে। চলমান রাজনৈতিক সহিংসতা রোধে একটা পিটিশন রেডি করেছে আমার কিছু ফ্রেন্ড। যদি সম্ভব হয়, আমরা চেষ্টা করবো ইউএন বা এই জাতীয় কোথাও পিটিশন টা সাবমিট করার। আপনারা একটু সাপোর্ট করবেন ?
পিটিশনের লিঙ্ক , জাস্ট নিজের নাম আর মেইল এড্রেস দিয়ে দিবেন। আর প্রয়োজন মনে করলে আপনার অনুভুতি ব্যাখ্যা করে দিতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬