কোন কারন ছাড়াই কিছু প্রশ্ন করছি। তবে অনেকে উত্তর দিলে একটা রূপরেখা নিশ্চই বেরিয়ে যাবে।
১) ব্লগে কতদিন ধরে আছেন ? (পড়ছেন/লিখছেন)
২) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে পজেটিভ ব্যাপার কোন টি ?
৩) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে নেগেটিভ ব্যাপার কোন টি ?
৪) ব্লগের যে কোন একটি ফিচার নতুন যোগ করতে হলে কোন টি চাইবেন ?
৫) ব্লগ/ফেসবুজ কোন টি আপনার কাছে বেশী গ্রহনযোগ্য এবং কেন ?
আমার উত্তর
১) পড়ছি ৫ বছরের উপরে, লিখছি চার বছর ধরে।
২) কন্টেন্টের ভার্সেটাইলিটি এবং গভীরতা
৩) ব্লগের নেগেটিভি পয়েন্ট হলো, অনেক ব্লগ ডিরেক্টলি কোন না কোন গোষ্ঠির সাথে এফিলিয়েটেড। এতে করে মুক্তবুদ্ধির চর্চা রোহিত হয়। ব্লগারদের নেগেটিভিটি হলো পড়া বা লেখার অভ্যাস না থাকলেও শুধুমাত্র ব্লগার আইডেন্টিটির জন্য ব্লগিং করার মানসিকতা।
৪) নটিফিকেশন চাইতাম, এটা যেহেতু হয়ে গেছে তাই এখন চাই ফ্লাডিং, কপিপেস্ট, নকল পোস্ট ফিল্টারিং ফিচার। আর চাই ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন।
৫) দুইটা দুই জিনিস। ব্লগ বেশী গ্রহনযোগ্য এর গভীরতার জন্য। আর ফেসবুক হচ্ছে ম্যাস ইন্টারেকশন আর মার্কেটিং টুলস হিসেবে।
আপনাদের উত্তরের অপেক্ষায়...
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬