পৃথিবী চিনবে নতুন এক বাংলাদেশকে !
"LET’S MAKE A POSITIVE IMAGE TOGETHER…"
ছোট ছোট কিছু উদ্যোগ নিয়েই কিন্ত দেশের চেহারাটা পালটে দেয়া যায়। ইন্টারন্যাশনালি নিজেদের ভাবমুর্তিকে তুলে ধরার জন্য আমরা কিছু করার চেষ্টা করছি। আপনি আছেন তো আমাদের সাথে ?
কেন এই উদ্যেগ?
বাংলাদেশ লিখে গুগলে “ইমেজ” সার্চ দিলে , বিশাল স্ক্রীনে ভেসে উঠে বাংলাদেশের দুঃখ দুর্দশার ছবি। মারা মারি, বন্যা, লাশ, অনাহারী মুখ ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশ বাংলাদেশ কি এতোটাই অসুন্দর? মোটেই না। অশান্তি, গোলযোগ সব দেশেই কম বেশি আছে, আমরা উন্নয়নশীল দেশ বিধায় উন্নত দেশগুলো আমাদেরকে হতদরিদ্র দেখতে এবং দেখাতে পছন্দ করে। তবে মানুষ আসলে আবেগ অনুভুতির চেয়েও বেশি দাম দেয় ডকুমেন্টস, ছবিকে। তাহলে আমরা গুগলের মত একটা টুলস কে কেন কাজে লাগাবো না ? যেখানে শুধুমাত্র এই একটা যায়গাকে কেন্দ্র করেই আমরা আমাদের প্রিয় মাতৃভুমির পজেটিভ ব্রান্ডিং করতে পারি।
তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ১৫ বছরে জমা হওয়া আবর্জনা সরাতে একটু সময় লাগতেই পারে। কিন্তু আমি/আমরা চাই পৃথিবীর মানুষ বাংলাদেশ লিখে সার্চ দিলে যেনো সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারে।
আমরা যেভাবে আগাবো
প্রাথমিকভাবে আমরা চাচ্ছি বাংলাদেশের সব সুন্দর ছবি গুলোকে একটা “প্লাটফর্ম” এর নিচে নিয়ে আসতে, এবং তারপর সেখান থেকে ছবি গুলোকে SEO (Search engine optimization) করে গুগলের ইমেজ সার্চ-এ প্রথম দিকে নিয়ে আসতে। এতে করে যে কেউ বাংলাদেশ লিখে সার্চ দিলে পজেটিভ বাংলাদেশের সব সুন্দর ছবিগুলোই যেন সবার আগে সামনে আসে।
বিশেষ করে ফটোগ্রাফার ও ওয়েবডিজাইনার ভাই বোনদের হেল্প আমাদের কাম্য। আপনাদের তোলা ছবি, এসইও আর আমাদের সাধারন মানুষজনের প্রচেষ্টা, আশা করি আমরা খুব ভালো কিছু একটা করে দেখাতে পারবো।
স্ট্রাটেজি এবং এক্টিভিটিঃ
১) স্মাইলিং বাংলাদেশ এ রেজিস্ট্রেশন করুন। এটা বানানো হয়েছে শুধু মাত্র এই প্রজেক্টের জন্যেই।
২) বাংলাদেশের সুন্দর সুন্দর ছবি আপলোড করুন। মনে রাখবেন “Description” যতো ছোট দেওয়া যায়, ততোই মঙ্গল। “Description” এর অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ শব্দ-টা যোগ করে দিতে। লেখার ভাষা অবশ্যই ইংলিশ রাখবেন, কারন আমরা সাইট বানাচ্ছি আন্তর্জাতিক ভিজিটর দের জন্যে। ছোট ২ লাইনের ইংলিশ আমরা সবাই কম বেশি লিখতে পারি, উদাহরন স্বরূপ , My beautiful village, Amtoli, Bangladesh.
৩) সাইটের গুনগত মান রক্ষা করার জন্যে যেইসকল ছবি মুছে ফেলা প্রয়োজন সেগুলো মুছে ফেলা হবে।
সাইট ব্যবহারের পদ্ধতিঃ
১) প্রথমেই ইউজার নেম এবং ইমেল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর “Board” বানাতে হবে। মনে করুন আমি আমার স্কুলের নামে ফটো এ্যালবাম খুলতে চাই, তাহলে আমি “Board”-এর নাম দিবো Motijheel Model School, তারপর Category সিলেক্ট করবো Education. মোদ্দা কথা হচ্ছে আপনার ছবির সাব্জেক্ট যেটা আপনি সেটার নামেই বোর্ড তৈরি করবেন, এবং যথাযথ ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। একটা বোর্ড এ আপনি যতো খুশি ছবি যোগ করতে পারবেন।
২) আপনি ছবি আপলোড করার সময় ২ ভাবে আপলোড করতে পারবেন, “Upload a post” –এ ক্লিক করবেন তারপর আপনার কম্পিউটার থেকে ছবি সিলেক্ট করতে পারেন, অথবা কোন ওয়েব সাইটের ছবি তে আপনার মাউস দিয়ে “Right Button” ক্লিক করে “Copy Image URL” অথবা “Copy Image Location” –এ ক্লিক করবেন, তারপর আপলোড বক্সে পেস্ট করে দিবেন।
৩) খেয়াল রাখতে হবে আমরা যেনো কপিরাইট ভঙ্গ না করি, একটা ছবি আপলোড করার পর ছবির উপর “Edit” নামের একটা অপশন আছে, সেটাই ক্লিক করবেন, তারপর দেখবেন “Link” নামের একটি বক্স আছে, সেখানে ফটোগ্রাফার অথবা ছবিটির মালিকের ওয়েবসাইট এড্রেস দিয়ে দিবেন।
আপনাকেই বলছিঃ
●আপনি কি ফটোগ্রাফার?
তাহলে আপনি আমাদের সাইটে আপনার ছবি গুলো পাব্লিশ করুন। আপনি আপনার মনের মতো করে এ্যালবাম তৈরি করে সেখানে আপনার পূর্ণ স্বত্বাধিকার নিয়ে ছবি আপলোড করুন, হোক সেটা ওয়েডিং ফটোগ্রাফি অথবা নেচার ফটোগ্রাফি। গুগলের বুকে সুন্দর সুন্দর বাংলাদেশী ছবি ছড়িয়ে দিতে আপনাদের সাহায্য আমাদের খুব-ই দরকার।
● আপনি কি একজন ওয়েব মাষ্টার?
আপনার ওয়েব সাইট অথবা ব্লগ আছে? সেখানে দয়া করে একটা বাংলাদেশের উপর আর্টিকেল পেস্ট করে আমাদের সাইট থেকে অথবা অন্য কোথাও থেকে বাংলাদেশের কিছু ছবি দিয়ে দিন না। অবশ্যই “img alt” ট্যাগ ব্যবহার করবেন, উদাহরন-
আপনি যদি একজন ওয়েবমাস্টার অথবা ব্লগার হোন, দয়া করে আপনার ওয়েব সাইট এবং ব্লগ লিংক এখানে পোষ্ট করুন।
● আপনি কি SEO নিয়ে কাজ করেন? আমাদের এই প্রজেক্টের SEO টীম মেম্বার হতে চান? দয়া করে পোস্ট করে জানান।
● আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্রাম, শহর, স্থাপনা, উৎসব অথবা যেকোন সুন্দর কিছু যেটা একটা সুন্দর বাংলাদেশে কে উপস্থাপন করে, সেটাই আমাদের এই ওয়েব সাইটে পোষ্ট করুন।
● বেশি বেশি করে http://smilingbangladesh.org/ আপনার ফেসবুক, গুগল প্লাস এবং টুইটার-এ শেয়ার করুন। আমাদের শেয়ার যতো বেশি হবে গুগলে আমাদের ওয়েব সাইট-কে ততোবেশি প্রাধান্য দিবে। আর আমাদের কাজ ততো বেশি সহজ হয়ে যাবে।
● পরিশেষে, আপনার সাহায্য সহযোগিতার পাশাপাশি আমি আমার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে কাজ চালিয়ে যাবো এই সাইটের ছবি গুলো দিয়ে কিভাবে Search engine optimization এর মাধ্যেমে গুগলে বাংলাদেশের সুন্দর সুন্দর ছবি ছড়িয়ে দেওয়া যায়।
● আপনার পরিচিত সবার কাছে আমাদের এই প্রজেক্ট ছড়িয়ে দিন, তাদের কে এই গ্রুপে আমন্ত্রন জানান এবং অংশগ্রহন করতে অনুপ্রানিত করুন।
আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন করুন, এবং সবাইকে ইনভাইট করুন।
ফেসবুক পেজঃ স্মাইলিং বাংলাদেশ পেজ
ফেসবুক গ্রুপঃ স্মাইলিং বাংলাদেশ গ্রুপ
---------------------------------------------------------
এই পোস্ট টি দিপু জামান ভাইয়ার অনুরোধে ব্লগে পোস্ট করা । যে কোন তথ্যের জন্য আপনারা দিপু ভাইকে নক করতে পারেন। আর আমিতো সাথে আছিই। আমার ফেবু লিঙ্ক tanmoy ferdous.
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৪