শুরুর কথা
ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে ঈজিয়ান সমুদ্রের তীরে গড়ে উঠেছিল এক বিশাল সভ্যতা, মহান সভ্যতা, যাকে আমরা গ্রীক সভ্যতা বলে জানি। গ্রীস দেশীয় নলেজ, সাইন্স, ক্রিয়েটিভিটি আমাদের চিন্তা জগত কে আলো করে রেখেছে এখনো । সেই গ্রীস দেশের অমর কল্পকথার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার জন্য এই পোস্ট। আমি শুরু করবো একেবারেই প্রথমদিককার কাহিনী থেকে,যাতে পাঠকদের সুবিধা হয়।
সৃষ্টির শুরু,আদিম দেবতারা
দেবতারা বিশ্ব সৃষ্টি করেছেন একথা গ্রীকরা বিশ্বাস করত না। তাদের বিশ্বাস ছিল বরং উলটো। বিশ্বই সৃষ্টি করেছেন দেবতাদের। স্বর্গ ও মর্তের সৃজন হয়েছে আরো আগে। আদিতে ছিল আদি জনক ও জননী। তাদের সন্তানরা হলেন টাইটান(Taitan) আর দেবতারা হলেন তাদের নাতি নাত্নী।
টাইটানদেরর বলা হয় বড় দেবতাকূল। তারা এক অজানা দীর্ঘসময় ধরে বিশ্ব শাষন করেছেন। তাদের আকার ছিল বিশাল,শক্তিমত্তা ছিল অসাধারন,সঙ্খায় ছিল অনেক। সবচেয়ে গুরুত্বপুর্ন ছিলেন ক্রনাস(Cronus), লাতিন ভাষায় যার নাম স্যাটার্ন(Saturn)। তিনি টাইটান্দের উপর রাজত্ব করেন অনেক দিন।পরে তার পুত্র জিউস(Zeus) তার সিংহাসন কেড়ে নিয়ে দেবতাদের রাজত্ব শুরু করেন। এই জিউস কেই রোমানরা ডাকে জুপিটার(Jupiter) নামে। অন্যান্য বিক্ষাত টাইটানরা হলেন-
ওশান(Ocean)- নদী।
হাইপেরিওন(hyperion)- সূর্য
নেমসিনি(mnemosyne)- স্মৃতি
থেমিস(themis)- সুবিচার
আয়াপেটুস(iaputes) যার দুই পুত্র হলেন,
প্রমিথিউস(prometheus)- ত্রানকর্তা ও
আটলাস(atlus)- যার কাধের উপর পৃথিবী দাড়িয়ে আছে।
http://en.wikipedia.org/wiki/Titan_(mythology)
টাইটানদের সরিয়ে যে নতুন দেবতাকুল স্বর্গে রাজত্ব স্থাপন করেন তাদের মাঝে সবচেয়ে পাওয়ারফুল ছিলেন ১২ জন অলিম্পিয় দেবদেবী। অলিম্পিয় বলার সহজ কারন হল তাদের অধিস্তান ছিল অলিম্পাস।
এই দ্বাদশ সঙ্খক অলিম্পিয় গড়ে তোলেন এক দেব পরিবার। তারা হলেন,
জিউস- দেবরাজ
তারা দুই ভাই,পসাইডেন এবং হেডিস।
হেস্টিয়া- জিউসের ভগ্নি
হিরা - জিউসের পত্নী
এরিস- জিউস হিরার পুত্র
জিউসের অন্যান্য সন্তানরা হলেন,
এথিনা, এপোলো, আফ্রদিতি, হার্মিস, আরটেমিস এবং হেফাস্টুস।
(তথ্যসূত্রঃউইকি,চিরায়ত পুরান-আশরাফ হোসেন,mythology by edith hamilton)
পরের পর্বে তাদের পরিচয় দেয়ার চেস্টা করবো।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৪