’ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ওয়াশিংটনের অনুমতি নিয়ে ইরান তার প্রতিরক্ষানীতি বাস্তবায়ন করবে না। তিনি বলেছেন, প্রতিরক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে শুধু যুক্তরাষ্ট্র কেন, অন্য কোনো দেশের সাথেই পরামর্শ করবে না ইরান। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমাদের আক্রমণাত্মক কৌশল নেয়ার ক্ষমতা রয়েছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শত্রুদের সম্ভাব্য হামলার মুখে ইরান যে কোনো সময়ের চেয়ে কঠিন এবং চূড়ান্ত জবাব দেবে বলে জেনারেল সালামি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ করা প্রসঙ্গে মার্কিন প্রশাসন যে মন্তব্য করেছে তার জবাবে জেনারেল সালামি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র বলেছিল, ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করতে দেয়া হবে না।
মার্কিন প্রশাসনের এ বক্তব্যের জবাবে জেনারেল সালামি বলেন, ইরানকে অনুমতি দেয়ার অবস্থানে নেই যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, ইতিহাস ঘাটলে দেখা যাবে, ওয়াশিংটন-তেহরান দ্বন্দ্বের সময় মার্কিন চাপের মুখে ইরান সবসময় নিজের মতো করেই তার নীতি নির্ধারণ করেছে।
এদিকে, ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, তার দেশ যে কোনো সামরিক আগ্রাসনের কঠিন জবাব দেবে। ইরান চলতি নৌমহড়ায় সে শক্তি দেখিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, ইরানের নৌবাহিনী চলতি মহড়ায় যে সক্ষমতা দেখিয়েছে তাতে তিনি সন্তুষ্ট। মহড়ার সবকিছু পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান অ্যাডমিরাল সাইয়ারি। সূত্র : রেডিও তেহরান।