সংগীত জগতের নবীন তারকা তাপস দত্ত । জীবনের সাধনা হিসেবে তিনি বেছে নিয়েছেন ধ্রপদী সংগীতকে। ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংগীতের উপর উচ্চ শিক্ষা সম্পন্ন করে এই শিল্পী বর্তমানে সংগীতের উপর গবেষণা করছেন । সংগীত সাধনার স্বীকৃতি স্বরুপ তিনি সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছেন । আগামী ১৫ নভেম্বর কাতারের আলআহলী স্টেডিয়ামে তিনি পুরস্কার গ্রহণ করবেন। আনন্দযোগের সাথে আড্ডা ও গানে শিল্পীর সংগীত সাধনার বিভিন্ন দিক তুলে ধরে একাত্তর টেলিভিশনের রিপোর্ট। যতই ঘুমকাতর হোক না কেন , শিল্পী তাপস দত্তের গান শুনে তাকে জাগতেই হবে । কন্ঠের জাদুকরী উপস্থাপনা আর ক্ল্যাসিক্যাল মিউজিকের মেজাজী ঢং প্রতিষ্ঠিত করেছে শিল্পীর স্বকিয়তাকে।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়ে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা শেষ হবার পর সংগীত গবেষনার জন্য বর্তমানে তিনি কোলকাতায় অবস্থান করছেন । ইতিমধ্যে সেখানকার রেডিও , টেলিভিশন ও ভারতের বড় বড় আসরে গান গেয়ে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। খুব অল্পদিনেই ভারতের প্রথম সারির ধ্রুপদী সংগীত সাধকের সানিধ্যে পেয়েছেন এই শিল্পী। সংগীতের উপর গবেষনা শেষ করে দেশের ফেরা ইচ্ছে রয়েছে শিল্পীর । দেশে ফিরে সংগীত নিয়ে শিল্পীর আগামীর ভাবনা কি সেকথাই জানালেন এভাবে । সংগীত সাধনা সৃকৃীতি স্বরুপ এবারের সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়াডের জন্য মনোনিত হয়েছেন তিনি।
তাপস দত্ত সারা জীবন সংগীত সাধনা করে যেতে চাই। তিনি উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করে হাজার হাজার দর্শক-শ্রোতাদের মাতিয়ে চলেছেন। উচ্চাঙ্গ সংগীত ছাড়া ভক্তিগীতি, নজরুল, লঘু সংগীতে রয়েছে তাঁর সমান দক্ষতা।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২২