সভ্যতার আকাশে শকুনের দল উড়ছে আবার,
সতিত্ব হরণে ওরা অশুরের রূপে, মায়ের আর্তচিৎকার
দয়া করো ক্ষমাচাই বাপজান;
নর পিশাচ ওরা, সেই হায়নার অনাচার,
হিংস্র থাবায় অবুঝ শিশু প্রাণ হারায় নির্মমতার চরমে,
হয়ে ধর্ষিত বা বলাৎকার।
তাইতো জগৎ জুড়ে এতো হাহাকার,
আর্ত নাদের চোখেরজল ফিরে আসে
ঘুর্ণিঝড় বা জলোচ্ছাস হয়ে,
বিচারহীনতায় প্রকৃতিও যে বেজায় বেজার।
বিধি বৈমুখ লঙ্ঘিত বিধান
পাপচারের জয়কার ,
তাইতো আজ বাতাসে ভাসে
করোনা নামের মরন বেমার।
হৃদয় ছুঁয়ে না যায় যদি শুনে, রুদ্ররোষে
মায়েদের বুকফাটা চিৎকার।
অনর্থক বেঁচে থাকা বৃথা জীবন নির্লজ্জ জোয়ান,
রক্তে মাংসে নয়, গড়া তুমি আমি পুঁজ বিষ্ঠার।
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিবেকই মানবের মান,
অনাচারে সহ্য তোমায় আমায় বড়ই বেমানান।
তাই বিবেকের বজ্রপাতে ঝলসে যাক সব পালক
মুখ থুবরে লুটিয়ে পরুক সভত্যার আকাশে
উড়ন্ত সব শকুনের দল ;
অনাচারে বিরুদ্ধে আমরা অগ্নিকুন্ড ওড়াও নিশান।
পণ হউক রুখতে অনাচার, ছুঁড়ে অশুরের বুকে তীর,
হবো বীর মাথা থেতলে হায়নার,
সভ্যতার আকাশে কাটবে আঁধার,
কবর হবে সব নৃশংসতার।
জয় যখন মানবতার,তবেই মুক্তি, মিলবে দয়া সৃষ্টিকর্তার।
এইনা হলেকি স্বার্থক জনম তোমার আমার। #