জীবনটা নাকি ভাঙা গড়ার খেলা!
আমি তো গড়ার কোনো নিদর্শন পেলাম না!
ভীতু-দূর্বল-আত্নবিশ্বাসহীন , অসহায়
এই আমি-
না পারছি কোনো দলে ঢুকতে
না পারছি একাকি থাকতে
কি চাই আমি? কি?
তোমরা আমায় বলো- 'হতাশা দূর করো'
এতোটাই কি সহজ...?
তোমাদের সমবেদনায় আমার হাসি পায়
তোমাদের তাচ্ছিল্য আমাকে কষ্ট দেয়
তোমাদের স্বার্থপরতায় আমি ব্যথিত হই
তোমাদের অবহেলায় আমি বেদনায় জর্জরিত হই
তোমরা কি বোঝ?
কি ভয়ানক কষ্টে আমার ভেতরটা গুড়িয়ে যায়,
কি নিঃশব্দ বেদনায় জর্জরিত হই আমি!
অদৃশ্য কিছুর প্রতি প্রচন্ড রাগ হয়
ইচ্ছে করে প্রতিশোধ নেই নিজের ওপর।
ক্ষত-বিক্ষত করে মেতে উঠি এক অসুস্থ আনন্দে
অকারন (?) অভিমানে ব্যথাতুর এই আমি
নিজের অজান্তেই যেন পালিয়ে বেড়াচ্ছি
সবকিছু থেকে...
কিন্তু নিজের কাছ থেকে
কি করে পালাবো আমি?
আদৌ কি তা সম্ভব?
আমার অবচেতন মন
তবু স্বপ্ন দেখে
কি যে আশ্চর্য সব ইচ্ছে জাগে!
কখনও ইচ্ছে হয়
ঐ দূর অজানাতে
অক্লান্ত পায়ে হেঁটে দিগন্তে নিজেকে হারিয়ে ফেলতে
কখনও ইচ্ছে হয়
ঝুম বর্ষাতে
নীপ হাতে বৃষ্টিস্নাত হয়ে ছুটে বেড়াতে
আরো কি ইচ্ছে হয়, জানো ?
ইচ্ছে হয়- নিঝুম রাতে
কালো পানির ঐ চাঁদটাকে ছুঁয়ে দিতে...
ইচ্ছে করে
স্পর্শের বাইরের ঐ লক্ষ কোটি তারার মাঝে
নিজ স্বত্তাকে বিলিয়ে দিতে
ইচ্ছে করে-
শরতের এক টুকরো সাদা মেঘ হতে-
একটি কাশফুল হতে।
কিন্তু আমি পারছি না - কিছুতেই পারছি না
আমার চাওয়া কি এতটাই বেশি?
আমার ইচ্ছে,আমার স্বপ্নগুলো কি
কান্না হয়েই ঝরে পরবে?
আমি কি শুধু ছুটে বেড়াবো
ঐ আশা নামের মরিচীকার পেছনে?
নাকি স্থির রবো
অবহেলা গুলো কুড়িয়ে নিতে!
আমার দু'চোখের ভেতর আমি
প্রাণ খুঁজে পাই না
কতদিন আমি প্রাণখুলে হাসিনি-কতদিন!!!
আমি হেঁটে যাচ্ছি ক্লান্ত পদক্ষেপে
আমার আমিকে খুঁজে নিতে-
আমার নবজন্মকে খুঁজে নিতে...
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১১ বিকাল ৩:১৫