(মা-কে)
আমিও হয়তো গ্র্যাজুয়েট হলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হব। কোম্পানির প্রোডাক্ট সেল বৃদ্ধিতে আপন নিউরন সেল সর্বক্ষণ এঙ্গেজড রেখে ভুলে যাবো মা বলেছে ফিরে একটা ফোন আর তুমি প্লিজ, কাজের সময় মিসকল না আর প্লিজ, রাতেও না আমি দশটায় বিধ্বস্ত হয়ে ঘরে ফিরি, তুমি প্লিজ..একটু ঘুমাবো প্লিজ সারাদিন ঘুমাতে পারি নি।
প্রভু আমি পৃথিবীতে আসা থেকেই ডাক্তার ভিজিট করছি নির্দিষ্ট কোম্পানির মাল সেল হচ্ছে আমার জন্য ডাক্তার আমাকে দেখে দেখছে কাদের সৌজন্যে ইউরোপ ভিজিট আগামি বছর। আমি কি তবে গ্র্যাজুয়েট হয়েই পা দিয়েছি পৃথিবীতে অথবা তোমারও দপ্তরে ঘটে নিয়মের ইত্যাদি ব্যাতিক্রম।
প্রভু আমি গ্র্যাজুয়েট হব না প্লিজ, গোলাপ লাথিতে আমি শিশিরবিন্দু না দেখবো প্লিজ, মাকে আমি ভুলবো না কোনোদিন।
আমার মাকে আমি গ্র্যাজুয়েট হব বলে কতদিন দেখি নি।
এ কেমন নিয়ম প্রভু গ্র্যাজুয়েট হলে মানুষরা যেখানেই যায়, বারবার হয়ে ওঠে ধীরে ধীরে সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ।