বুকের ভেতর একটি শহর লুকিয়ে থাকে।
খুব গভীরে বটের শেকড় অসুখ বোনে; অথই জলের নীলাভপটে একটি পাথর
ঘরকুনো এক বীজের মত খুব পড়ে রয়।
একটি হলুদ পোকার সাথে
ডালিমফুলের দু'দন্ড সাধ, অনেককালের না দেখা মুখ,
স্পর্শবিহীন দূর্বাঘাসে রাত্রিশেষে জ্বলজ্বলে এক মুগ্ধ শিশির
সূর্যালোকে মিশেই গ্যালো। ঘুমপেড়ে এক শাড়ির ভাঁজে অলস দুপুর,
মেঘের ফাঁকে
জমে থাকা কাব্য যত যাচ্ছে ভেসে। একটি বাতাস কোরাস বাঁধে, বনের ভেতর ঝরাপাতায়
ঘূর্ণি তোলে-
একটি নদী অবুঝ কূলে আটকে থাকে।
একটি তুমি'র অপেক্ষাতে সমস্ত রাত একটি আমি।
একটি শহর যাচ্ছে উড়ে। যাচ্ছে উড়ে।