মুগ্ধতার রাত্রি পেরিয়ে যায় বোকা চাঁদটার পানে চেয়ে
কতটা অসুখ তবু হাসিমুখে আকাশ রেখেছে ছেয়ে!
আমি তারে শুধাই, কেন অভিমান নিয়ে
মিথ্যে হাসিতে ছড়িয়ে যাও আলো?
উত্তর আসে, আমি জ্বলে যাই অসুখ নিয়েই
জ্যোৎস্না প্লাবনে তোমরা থেকো ভালো।
কি আনন্দ পাও জ্বলে পুড়ে মরে? কি সুখে মিথ্যে হাসো?
অভিমান করে লুকানো কি যায় যদি সত্যিই ভালোবাসো!
অভিমানী শশী হেসে যায় নিরবে নিভৃতে
রাতের আকাশে খুঁজে ফেরে তার সুখ
মনের আঁধারে হেরি আমি তারে
ওই বিষন্ন আলোয় আমিও খুঁজি চেনা কোন মুখ!
বিনিয়ামীন পিয়াস
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১