|| ১ ||
শুদ্ধ যেটুকু ছিলো আমার সেটুকু নাহয় তোমায় দিলাম
অশুদ্ধ সব ঘাড়ে চেপেই কন্টক পথে রওনা হলাম
তুমি তবু আরেক প্রহর হাসি খেলায় ভালো থেকো
মিথ্যে আমার হাসির মাঝে আরেক প্রস্থ আবির দেখো
আমার আবির তোমায় দিলাম, সেই আবিরে সন্ধ্যে জ্বেলো
আমি যখন ফুড়িয়ে যাবো নিজের হাতেই মেরে ফেলো।
|| ২ ||
তোমার ঠোটের আবিরটুকু দিও
সেই রঙে প্রাণ রাঙাবো।
সদ্য ভেজা চুলের ঘ্রাণটুকু দিও
সেই ঘ্রাণে মন জুড়াবো।
চোখের কালো কাজলটুকু দিও
সেই কাজলে ঘুম হারাবো।
মেহেদী রাঙা হাতের স্পর্শটুকু দিও
সেই স্পর্শে মাতাল হবো।
|| ৩ ||
সে চোখে বইতো কপোতাক্ষ নদ
যে চোখের মায়ায় আমি হারিয়েছিলাম
মায়াবী চোখের কৃষ্ণ কাজলটুকু
রঙিন সন্ধ্যায়, নিজ হাতে লেপ্টে দিলাম!
বিনিয়ামীন পিয়াস
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮