শীতল রাগেই হঠাৎ করে চলে যাচ্ছো তুমি
অথচ জানতে কিন্তু,
কতটা ভুল, কতটা ঠিক কিংবা কতটা ভালো থাকি আমি!
আপত্তি করবার পথটুকু খোলা ছিলো
তবু আপত্তি করি নি!
তোমার শীতল প্রস্থানে আমার শেষ নিদ্রাটুকুও বিদায় নিলো।
আমি তবু ঠায় দাঁড়িয়ে থাকি প্রতীক্ষায়
একদিন মান ভাঙবে,
তখনো দেখবে এসে, রুক্ষ-জীর্ণ হাসি নিয়ে রয়েছি তোমার অপেক্ষায়।
এই রাতটুকু কেটে যাবে বেখেয়ালে
ভুলে যাবো একসময়,
অনিদ্রার গভীরের ভালোবাসাটুকু থাকবে উচ্ছিষ্ট কবিতার আড়ালে।
আরো কত বিনিদ্র রজনী গিয়েছে-যাবে
শান্ত অশান্ত রাগ-অভিমান, হতাশা
উচ্ছন্নে যাক সবকিছুই, শেষ সম্বল ভালোবাসাটুকুই তুমি পাবে।
আরেকটি বিনিদ্র রজনীতেও গল্প লিখলাম
এক ফোটা দুঃখ দিয়ে এক সিন্ধু ভালোবাসার গল্প।
~বিনিয়ামীন পিয়াস
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮