রাতের আকাশ দেখেছো কি?
সেথায় বসে দুঃখী তারার মেলা,
জ্যোৎস্না আলোয় সাগর জলে
দেখেছো কি ভালোবাসার ভেলা?
খুব সকালে শিশির ভেজা দূর্বাঘাসে
দেখেছো কি মুক্তোদানার রূপ?
কখনো কি জানতে চেয়েছো
এত কষ্ট নিয়েও আকাশ কেন চুপ?
শীত পেরিয়ে বসন্তের যখন শুরু
কখনো কি বাতাসে পেতেছো কান?
শুনেছো কি বিদায় বেলায়
শীত সকালের ভালোবাসার গান?
যখন উদাস বিকেলে একলা ছিলে
শুনেছো কি একাকিত্বের হাহাকার?
মন খারাপের বিষন্ন রাতগুলোতে
কানে বেজেছে কি নিস্তব্ধ চিৎকার?
যখন বর্ষার শেষে রঙধনু হেসেছিলো
উপলব্ধি করেছিলে কি এক টুকরো সুখ?
কবিতার চরণে বেদনার সুর দেখে
বুঝতে পেরেছিলে কি কবির অসুখ?
বিনিয়ামীন পিয়াস
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩