সে রাতে কোথাও আগুন জ্বলেনি, তবু আমি পুড়ে হয়েছি ছাই,
কার মন বাগানের গোলাপ কন্টকে বিঁধেছি তার নাম তো জানা নাই!
হাজার নামে ডাকি তারে দিবস রাত্রি জুড়ে
তার মায়াতেই দিবানিশি কাটে অবাক ঘোরে!
যে রাতে আমি নিখোঁজ হয়েছি তার বহুদিনের পুরনো নোটখাতায়
সে রাতে আমার পুনর্জন্ম হয়েছে শুধু বেঁচে থাকতে তার
প্রেমছায়ায়!
অযুত নিযুত শব্দ-উপমায় কাব্য লিখি তার তরে
তবু কেন যেন তার তরেতেই মন আনচান করে!
সে রাতে কোথাও হারিয়ে যাইনি, তবু নিখোঁজ হয়েছি সে রাতের পর থেকে,
স্বর্গের সবটুকু রূপ নিয়ে মর্ত্যে নেমে আসা দেবীর মায়াবী মুখখানি দেখে!
সকাল সন্ধ্যে তার চরণেই পূজোর থালা সাজাই
দেবীর প্রেমে অন্ধ হয়ে কেবল প্রেমের বাদ্য বাজাই!
সে রাতে কোথাও আগুন জ্বলেনি
কেউ দেখেনি হতে আমায় নিরুদ্দেশ
সে রাতেই আমি দেবীতে মজেছি
তার অনলে জ্বলেছি, জ্বলছি বেশ!
বিনিয়ামীন পিয়াস
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯