শহুরে কৃত্তিমতার ভীড়ে জীবন যখন যান্ত্রিক
তখনও হররোজ কবিতা লিখে যাই তোমার জন্য
হয়তো অতোটা ভালো হয় না সেই লেখা
তবে প্রতিটা শব্দের ভাঁজে লুকানো যে আবেগ
তার বিকল্প তুমি কোথাও পাবেনা!
সারাদিনে যতবার তোমায় ভেবে ভেবে ক্লান্ত হই
ততবার নতুন উপমায় ঢেলে সাজাই তোমায়
হয়তো আনাড়ি হাতের লেখা মানসম্মত না
তবে প্রতিটা লাইনে তোমার প্রতি যে আকুলতা
তার ছিটেফোঁটাও কভু অন্যত্র খুঁজে পাবেনা!
রোজকার ধরাবাঁধা একঘেয়েমি ভরা জীবনে
তোমায় ভেবে খানিকটা কাব্য লিখে ফেলি
হয়তো গুণী কবিদের ধারেকাছেও থাকেনা
তবে তোমার প্রতি যেই প্রেম নিয়ে লেখি
বিশ্বাস করো সেই প্রেম আর কোথাও পাবেনা!
হতাশা আর অনুশোচনার অনলে দগ্ধ হয়েও
রাতের শেষে অপূর্ণ মস্তিষ্কে কিছু পূর্ণ কবিতা লেখি
হয়তো সে কবিতায় রঙচঙে লাইন থাকেনা
তবে প্রতিটা পঙক্তির শেষে যে ভালোবাসাটুকু থাকে
পৃথিবীর কোথাও সেই শুদ্ধ ভালোবাসা পাবেনা!
বিনিয়ামীন পিয়াস
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২